সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাকিস্তানকে পা’ত্তা না দিয়ে কাশ্মীরেই G-20 সম্মেলন, নিজেদের সি’দ্ধা’ন্তে অ’ন’ড় কেন্দ্র

ভারত এ বছর জি-টুয়েন্টি সম্মেলনের প্রতিনিধিত্ব করছে, ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন বৈঠক সংঘটিত হয়েছে। তবে এবার জম্মু-কাশ্মীরেও একটি সম্মেলন আয়োজনের চিন্তা ভাবনা করেছে কেন্দ্র। তবে এই খবর প্রকাশ্যে আসতেই পাকিস্তান দারুন ভাবে সরব হয়েছে। তারা জানিয়েছে জম্মু-কাশ্মীরে টি-টোয়েন্টি সম্মেলন করার সিদ্ধান্ত একপ্রকার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।

তবে ভারত অবশ্য এইসব কথায় কান না দিয়ে সম্মেলনের আয়োজনে ব্যস্ত হয়েছে। জামাই গিয়েছে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে একটি পর্যটন সংক্রান্ত বৈঠক হতে চলেছে মে মাসের ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত। দেশের অন্যান্য রাজ্যে বৈঠক হলেও সেটা নিয়ে এতটা প্রশ্ন ওঠেনি।

কিন্তু জম্মু-কাশ্মীর একটি স্পর্শকাতর জায়গা যেখানে কিনা সর্বপ্রথম আন্তর্জাতিক একটি সম্মেলন হতে চলেছে। শুধু শ্রীনগরেই নয় লেহ ও লাদাখেও সম্মেলনের আয়োজনের চিন্তাভাবনা করা হয়েছে। তবে পাকিস্তানের রাজনৈতিক মহল ভারতের কাশ্মীরকে কোনভাবেই ভারতের অংশ হিসেবে মেনে নিতে পারছে না।

আরো খবর: উইপোকা একটু একটু করে দরজা কা’ট’ছে, ন’জ’র দেননি বাড়ির লোক, ফ্রেম ভে’ঙে পড়তেই বের হলো ৩৯ টি সাপ

আন্তর্জাতিক মহলের কাছে ভারতের অংশ হিসেবে তুলে ধরাকে তারা ভালো চোখে দেখছে না। এই নিয়ে গতকাল পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে তীব্র নিন্দা করা হয়েছে ভারতের।

সেখানে তারা বলেছে, জম্মু-কাশ্মীরকে ভারত নিজেদের বলে দেখাতে চাইছে আন্তর্জাতিক মহলে।  এটি দারুন ভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় যেটা রাষ্ট্রসঙ্ঘের আদর্শের পরিপন্থী।

এখানেই শেষ নয় তারা আরো বলেছে, কাশ্মীর নিয়ে এখনো সমস্যা রয়েছে আন্তর্জাতিক মহলে। ভারত যদি সেটা নিজেদের বলে দাবি করে সত্যিটা কখনোই পাল্টে যাবে না। তবে ভারত এই বিবৃতি নিয়ে কোনো মন্তব্য করেনি তারা সম্মেলনের তোড়জোরে লেগে রয়েছে।