Home রাজ্য মালদা শহরে’র বি’ভি’ন্ন এ’লা’কা পরি’দ’র্শ’ন কর’লেন কলকাতা থে’কে আ’গ’ত ইঞ্জিনিয়ার’রা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মালদা শহরে’র বি’ভি’ন্ন এ’লা’কা পরি’দ’র্শ’ন কর’লেন কলকাতা থে’কে আ’গ’ত ইঞ্জিনিয়ার’রা

মালদা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন কলকাতা থেকে আগত ইঞ্জিনিয়াররা

মালদা,৪ মে : বুধবার সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা থেকে আগত ইঞ্জিনিয়ারদের নিয়ে মালদা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আগামী কিছুদিনের মধ্যে জল সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে পৌরবাসী।

বিগত দিনে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হত মালদা শহরের বিভিন্ন এলাকা। মালদা শহরের কৃষ্ণপল্লি, মালঞ্চ পল্লী, দুই নম্বর গভমেন্ট কলোনি সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হত। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর নিকাশির ব্যবস্থা নিয়ে তৎপর হোন কৃষ্ণেন্দু বাবু। তিনি কথা দেন জল যন্ত্রনা থেকে মু’ক্তি দেওয়ার জন্য উদ্যোগ নিবেন তিনি। জল সমস্যা মেটানোর জন্য তিনি সাহায্য প্রার্থনা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। বুধবার মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েকজন ইঞ্জিনিয়ার মালদা এসে পৌঁছান। তাদের নিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন কৃষ্ণেন্দু বাবু।

দুই নম্বর গভমেন্ট কলোনি, রবীন্দ্রভবন, মালঞ্চ পল্লী, ঘোড়াপীর, মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর এবং সুকান্ত মোড় এলাকা পরিদর্শন করেন তারা।

রবীন্দ্র ভবন এলাকায় একটি হোটেলের নিচ দিয়ে বয়ে যাওয়া ড্রেন নিয়ে বিতর্ক শুরু হয় হোটেল মালিকের সঙ্গে। শহরের জল ঠিকমতো নিকাশি না হলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন কৃষ্ণেন্দু বাবু। শহরবাসীকে জল য’ন্ত্র’ণা থেকে মুক্তি দিতে সবরকম উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

এলাকা পরিদর্শনের পর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ইঞ্জিনিয়াররা কলকাতা থেকে মালদা এসে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তারা। তারা সমস্ত রিপোর্ট পাঠালে দ্রুত ড্রেন প্রকল্পের কাজের সিদ্ধান্ত নেওয়া হবে।