সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঝড় উ’প’ড়ে ফে’লে দি’লো নিউটনের আপেল গাছকে!

গাছের ফল কেন উপরে না উঠে গিয়ে নিচের দিকে পরে এমন একটি প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে ছিলেন স্যার আইজ্যাক নিউটন এবং তারপরেই এই প্রশ্নকে ঘিরে একটি মহাকর্ষ সূত্র খুঁজে পান তিনি।

এইবার ঝড়ে এই সেই গাছটি উপরে পড়ে গেল এতদিন পর্যন্ত যেটি আইজ্যাক নিউটনের স্মৃতির উদ্দেশ্যে ছিল সেই আপেল গাছটি উপরে গেল বর্তমানে। ব্রিটেনের একটি ঝড়ে এই গাছটি একেবারে উপরে গেল।

জানা গেছে যে উপরে যাওয়া এই গাছটি হলো সেই গাছটি যেটি নিউটনের মহাকর্ষ সূত্র আবিষ্কার এর ক্ষেত্রে সাহায্য করেছিল। এই গাছটিকে লাগানো হয়েছিল ১৯৫৪ সালে এবং গাছটি গোটা ৬৮ বছর ধরে একই ভাবে এই বোটানিক্যাল গার্ডেনে দাঁড়িয়েছিল।

আরো পড়ুন: এখনো পর্যন্ত বিশ্বের কনিষ্ঠ সিরিয়াল কি’লা’র, তার নে’শা হ’ত্যা করা!

জানা গেছে যে প্রধান আপেল গাছটির ৩ টি ক্লোন অতীতে করা হয়েছিল এবং বর্তমানে আরেকটি ক্লোনকে শিগগিরই বসানো হবে বাগানে। উনিশ শতকে ঝড়ে উল্টে গিয়েছিল এই গাছটি তবে মূল গাছটি থেকে তৈরি হয়েছিল নতুন একটি গাছ অর্থাৎ বংশ বিস্তার।

নিউটনকে নিয়ে বিভিন্ন রকম গল্প রয়েছে যদিও সেটা কতটা সত্য সে বিষয়ে কোন কিছু প্রমাণিত হয়নি, তবে জানা গেছে যে আপেল গাছটি বিষয়ে সমস্ত বলেছিলেন তার জীবনীকার উইলিয়াম স্টাকলিকে।

তিনি লিখেছিলেন “মেমোয়ার্স অফ স্যার আইজ্যাক নিউটন লাইফ”। এখানে জানা যায় যে রাতের ডিনার এর পরে ওই আপেল গাছের নিচে স্যার আইজ্যাক নিউটন বসেছিলেন এবং সেখানেই তিনি মধ্যাকর্ষণ শক্তির সূত্রটি আবিষ্কার করেছিলেন গাছ থেকে একটি আপেল মাটিতে পড়ার ওপর ভিত্তি করে।