সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অবশেষে পেলেন সন্তানসু’খ, বি’য়ে’র ৫৪ বছর পর ৭০ বছরের বৃদ্ধা মা হলেন

বিয়ে হয়ে গেছে ৫৪ বছর, কিন্তু সন্তান সুখ পায় নি দম্পতি। জীবনের অনেকটা পথ অতিক্রম করে এসেছে দুজনে। তবে এবার ৭০ বছর বয়সে এসে সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে সন্তানের জন্ম দিলেন এক বৃদ্ধা।

ঘটনাটি ঘটেছে রাজস্হানের আলওয়ার জেলায়।স্বামীর বয়স ৭৫ বছর। ৫৪ বছরের বিবাহিত জীবনে তারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল কিন্তু এবার বিজ্ঞানের সাহায্য নিয়েই সন্তান সুখ পেল একেবারে বৃদ্ধ বয়সে IVF (In vitro fertilization)- এই পদ্ধতিকে কাজে লাগিয়েছে তারা।

স্বাভাবিকভাবেই দারুন খুশি এই বয়স্ক দম্পতি। চিকিৎসকেরা এই বিষয় নিয়ে জানিয়েছেন আসলে এই বয়সে বৃদ্ধার গর্ভবতী হওয়া নিয়ে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়, তবে হ্যা সমস্তটাই পরে গিয়ে ঠিক হয়।

আরো পড়ুন: আ’রো ১৪ দিন সময় চাইলেন অনুব্রত, সু’স্থ হয়েই যে’তে চান CBI-র কাছে, খবর সূত্র মারফত

জানা যায় চন্দ্রাবতী এবং গোপী সিং ঝুনঝুনু জেলার সিঙ্গানা গ্রামের বাসিন্দা। তাদের একজনের বয়স ৭০ বছর ও আরেকজনের বয়স ৭৫ বছর। তারা বিয়ের পর সন্তানসুখ না পাওয়ায় দারুন ভাবে আশাহত হয়ে পরে।

তাদের বৈবাহিক জীবন অসম্পূর্ণ থেকে যায় তবে তারা অনেক জায়গায় গিয়ে আশাহত হয়েছেন। এক আত্মীয়র দ্বারা আলওয়ারের ইন্দো আইভিএফ টেস্ট টিউব বেবি সেন্টারের সম্পর্কে জানতে পারে।

আর সেখানেই নিজের চিকিৎসা শুরু করেন তিনি। আইভিএফ প্রক্রিয়ার দ্বারা তৃতীয় প্রচেষ্টায় গর্ভবতী হন তিনি। তবে চিন্তা কিন্তু দূর হয়নি কারণ এত বয়সে তার গর্ভধারণ তার প্রসব সম্ভব হবে কিনা সুষ্ঠুভাবে সেটা নিয়ে চিন্তায় ছিল চিকিৎসকেরা। তবে সোমবার একটি সন্তানের জন্ম দেয় তিনি যে সুস্হ রয়েছে।