সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুতিনের হু’ম’কি’তে কেঁ’পে উঠলো আমেরিকা! ইউক্রেনকে F-16 বিমান দে’বে’ন না বাইডেন

রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার নাম নেই, কারণ রাশিয়ার বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য আমেরিকা ও ইউরোপ ক্রমাগত অস্ত্র সরবরাহ করছে ইউক্রেনকে। আমেরিকার থেকে ইতিমধ্যেই আধুনিক আব্রাম ট্যাঙ্ক সহ জার্মানির লেপার্ড ট্যাঙ্ক পেয়েছে ইউক্রেন।

এখানেই শেষ নয় এফ ১৬ পাওয়ারের ফাইটার জেট পাওয়ার দাবি করেছিল ইউক্রেন। কিন্তু এর পথে বাধা হয়ে দাড়ালো রাশিয়া স্বয়ং নিজে। তবে রাশিয়া একেবারে দারুণ ভাবে প্রস্তুত ছিল এফ ১৬ এর সামনে দাড়ানোর জন্য।

রাশিয়ার সুখোই ৩৫ ও ৫৭ আমেরিকার যেকোনো ফাইটারের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন ইউক্রেনকে এফ ১৬ বিমান এখনি দিচ্ছে না। ইউক্রেনের পাশে দাড়ানোর জন্য তিনি নাকি পোল্যান্ড সফরে যাবেন।

আরো খবর: দেবশ্রীর সঙ্গে বি’চ্ছে’দের পর অপর্ণাকে বি’য়ে, প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী এখন কোথায়? কেমন আ’ছে’ন?

এই সফর নিয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায় নি। তবে তিনি এই সফরে যাবেন। গত ফেব্রুয়ারীতে অবশ্য যুদ্ধ শুরু হওয়ার পরে যুক্তরাষ্ট্র সহ ও পশ্চিমের অনেক দেশ জানিয়েছিল ইউক্রেনকে ভারী অস্ত্র ও ট্যাঙ্ক দেওয়া হবে। তার আগে অবশ্য জেলেনেস্কি তাদের কাছে এই আর্জি জানিয়েছিল।

পরে সেটা যুক্তরাষ্ট্র, জার্মানি, পোল্যান্ড, কান্ডা সবাই মিলে ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপরেই ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে এফ ১৬ বিমান চেয়েছিল। সেটা নিয়ে বেশ কিছুদিন থেকে আলোচনা চললেও এবার বাইডেন জানিয়ে দিয়েছে সেটা আর দেওয়া হবে না।