সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরু পাচার কা’ণ্ডে কোটি কোটি টা’কা ঘু’ষ নেওয়ার অভিযোগে গ্রে’ফ’তা’র BSF-র সাসপেন্ডেড কমান্ড্যান্ট

গরু পাচার কাণ্ডের তদন্তে নামার পর একাধিক ব্যক্তির নাম উঠে আসে যার মধ্যে নাম উঠে আসে বিএসএফ আধিকারিক সতীশ কুমারের। তদন্ত চলাকালীন বিএসএফ আধিকারিকের নাম উঠে আসার পরই সেই আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই।

ইডির তরফ থেকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য সতীশ কুমারকে ডাকা হয়েছিল। প্রায় আট ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ চালানো হয় যদিও এই জিজ্ঞাসাবাদের সময় কোন রকম যথাযথ উত্তর সতীশ কুমারের কাছ থেকে পাওয়া যায়নি।

তারপরেই গ্রেপ্তার করা হয় তাকে। গরু পাচার কাণ্ডের তদন্তে নামার পর জানা যায় গরু পাচারকারীদের থেকে প্রায় ১২ কোটি টাকা এই বিএসএফের আধিকারিক ঘুষ হিসাবে নিয়েছিলেন।

আরো পড়ুন: বাস্তবে বাহুবলির বি’য়ে ব’লে কথা, পাত্রী কে? কি বলছেন প্রভাস?

মূলত গরু পাচার কান্ডের তদন্তে নামার পর ইডিরর প্রথম প্রশ্ন ছিল কোথায় এবং কারা টাকার বিনিময়ে এই পাচার কাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে। অবশেষে সেই তদন্ত চালাতে চালাতে উঠে আসে সতীশ কুমারের নাম এবং যার পরে তাকে গ্রেফতার করা হয়।

এই পাচারের টাকা কোথায় এবং কার কাছে যাচ্ছে এটি জানার জন্য গ্রেপ্তার করা দরকার ছিল সতীশ কুমারকে যার ফলে সিবিআই এই বিএসএফ আধিকারিককে গ্রেফতার করেন।

ইডিরর দেওয়া সূত্র অনুযায়ী সিবিআই বিএসএফ আধিকারিক সতীশ কুমারকে গ্রেপ্তার করেছেন । যদিও অনেকক্ষন জিজ্ঞাসাবাদ করার পরেও কোন যথাযথ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এই আধিকারিকের তরফ থেকে।