সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রয়েছে একাধিক বাড়ি, ঠিক কত সম্পত্তির অধিকারী এই তাপস সাহা?

সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র তেহট্টের তৃণমূল বিধায়ককে নিয়ে চলছে চর্চা। নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়ে গিয়েছে তার যদিও তার বাড়িতে এসে সিবিআই তেমন কোনো নথি উদ্ধার করতে পারেনি। সিবিআই বাড়িতে আসার পর থেকেই দলের বিরুদ্ধে বিস্ফোরক নানান অভিযোগ করেছেন তাপস সাহা।

আবার সিবিআই বাড়ি থেকে চলে যাওয়ার পর তিনি দলীয় কর্মীদের ডেকে পাঠার মাংস খাইয়েছেন। এলাকায় যেমন তার নাম রয়েছে তেমনি রয়েছে তার সম্পত্তির বহর। ২০২১ সালে নদীয়া তেহট্ট থেকে শাসকদলের টিকিটে জয়লাভ করেন তিনি।

নির্বাচন কমিশনের যে হলফনামা তিনি জমা দিয়েছিলেন সেখানে দেখা গিয়েছিল তার হাতে ছিল সেই সময় নগদ ৪৮ হাজার ৯৫০ টাকা। তার ব্যাঙ্ক একাউন্টের সংখ্যা ছিল ছয়টি। সেই ব্যাংক একাউন্ট গুলিতে যথাক্রমে চার লাখ ,ছয় লাখ ,এক লাখ, দশ হাজার ,এবং ১০০ টাকা ছিল।

আরো খবর: চলন্ত ট্রে’ন থেকে লা’ফ দিয়ে নিজের ছি’ন’তা’ই হওয়া মঙ্গলসূত্র চো’রকে ধরলেন মহিলা

তার একমাত্র ছেলের নামে থাকা একটি ব্যাংক একাউন্টে ছিল ৩৬০ টাকা। এছাড়াও ছেলে ও বাবার নামে দুই লাখ টাকার দুটি পলিসি ছিল। তবে এ তো গেল ব্যাংকিং অ্যাসেট। একাধিক বাড়ি গাড়ি এবং জমির মালিক তিনি। ছেলের নামে দুই লাখ টাকার একটি বাইক রয়েছে।

সবমিলিয়ে তার মোট সম্পত্তি ২৫ লাখ টাকা। এদিকে বিধায়কের আত্ম সহায়ক প্রবীর কয়েলের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে দুই কোটি টাকা তাও আবার দুই মাসের ব্যবধানে ওই টাকা ঢুকেছে তার একাউন্টে।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে গত শুক্রবার তেহটের তৃণমূল বিধায়কের বাড়িতে আসেন সিবিআই আধিকারিকরা।প্রায় ১৫ ঘণ্টা তল্লাশি চলে তারপরে ফিরে যান তারা।

বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আমার বাড়িতে কোন বেআইনি নথি বা টাকা পাওয়া যায়নি। নিজে দাঁড়িয়ে থেকে তার প্রমাণ দিয়েছি।