সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেস্টুরেন্টে “No Mobile” পলিসি, বি’লের উপর আকর্ষণীয় ছা’ড়

দিনে দিনে আমরা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছি ,যা একেবারেই কাম্য নয়। জীবনের সর্বক্ষেত্রেই রয়েছে মোবাইলের অবাধ বিচরণ। হোক না কোনো বিশেষ প্রয়োজনে বা বিনোদনের জন্য। বিশেষজ্ঞদের মতে এতটা মোবাইল আসক্তি কাল হয়ে দাঁড়াতে পারে আমাদের ভবিষ্যৎ জীবনে।

মোবাইলের রেডিয়েশন যেমন ক্ষতিকর মানব শরীরের পক্ষে, তেমনই পরিবেশের পক্ষেও। যদি আমরা ঘুরতে যাই কোথাও,বা যাই কোনো অনুষ্ঠান বা রেস্টুরেন্টে;সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে ভুলি না আমরা।

এমনকি রেস্টুরেন্টগুলোতে খেতে শুরু করার আগেও অনেককে খাবার ছবি তুলে,সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে দেখা যায় আজকাল।  আত্মীয়দের সাথে কথা না বলে মোবাইলের ভেতর ঢুকে থাকেন বেশিরভাগ মানুষ ।

আরো খবর: স্ত্রী প্রেগ’নে’ন্ট, ভারতীয় সেনায় কর্মরত স্বামী গিয়েছেন তুরস্ক

মানুষকে কাছাকাছি আনতে,মোবাইলের ব্যাবহার কমাতে এক বিশেষ উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়ার রেস্তোরাঁ গুলো। খাবার টেবিলে বসার পর ‘ নো মোবাইল ‘ পলিসি মানলেই খাবার বিলের ওপর মিলবে ১০ শতাংশ অতিরিক্ত ছাড়।