সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Bubble Wrap: কেন এই প্লাস্টিক হা’তে পেলে নিজেদেরকে সামলাতে পা’রি না আমরা?

নতুন কোন জিনিস অনলাইন অথবা অফলাইনে যদি আমরা অর্ডার করি, তখন সেটি খুব সুন্দর করে বাবল পার্সেল করে আসে আমাদের কাছে। এই প্লাস্টিক গুলি আমাদের হাতে আসতে না আসতেই আমরা সেগুলি ফাটাতে আরম্ভ করে দিই। ছোট থেকে বড় সকলেই প্লাস্টিক গুলি ফাটাতে এতই পছন্দ করি যে, নিজেকে সামলাতে পারি না।

কিন্তু কেন এমন হয়? তা কখনো ভেবে দেখেছেন? সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে এমন একটি তথ্য যা আপনাকে অবাক করে দেবে। গবেষণায় বলা হয়েছে, যেকোনো নরম জিনিস হাতের কাছে পেলে হাত নিজেকে আটকে রাখতে পারে না। এগুলোকে হাতের প্যানিক বলা হয়। তাই এই নরম প্লাস্টিক গুলি হাতের কাছে আসতে না আসতেই হাত নিশপিশ করে এই প্লাস্টিক গুলো ফাটানোর জন্য।

কিন্তু শুধু আনন্দ পাবার জন্য এটি ফাটানো হয় তা কিন্তু নয়। গবেষণা অনুযায়ী, এই বাবল প্লাস্টিক গুলি ফাটালে মানসিক অবসাদ অনেক কমে যেতে পারে। একটি বাবল প্লাস্টিক ফাটালে ৩৩ শতাংশ কমে যেতে পারে মানসিক অবসাদ।যারা এই প্লাস্টিক বেশি ফাটাতে পছন্দ করেন তারা অনেক বেশি কাজ করতে পারেন, এমনটাই উঠে এসেছে গবেষণায়।