Home রাজ্য অ’জা’না জ্ব’রে ৩ শিশু’র মৃ’ত্যু মা’ল’দা মেডিকেল ক’লে’জ ও হাস’পাতালে

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’জা’না জ্ব’রে ৩ শিশু’র মৃ’ত্যু মা’ল’দা মেডিকেল ক’লে’জ ও হাস’পাতালে

অজানা জ্বরে ৩ শিশুর মৃত্যু মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে

মালদা,১৬ সেপ্টেম্বর : ৩ শিশুর মৃত্যু মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন তারা বলে হাসপাতাল সূত্রে খবর। যদিও মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, জ্বরে মৃত্যু হয় নি। তবে শিশুর মৃত্যু হয়েছি কি কারনে মৃত্যু তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মঙ্গল ডোম(৫মাস) ইংরেজবাজার থানার দক্ষিন বালুরচর। জ্বর আর শ্বাস কষ্ট। হবিবপুর ডাল্লা আদিত্য মন্ডল(৩বছর ছয় মাস)। ইফরাজ শেখ(৭মাস)। বাড়ি কাজিগ্রাম চন্ডিপুর। তবে আরও জানা গিয়েছে উত্তরবঙ্গ জুড়ে জ্বর নিয়ে হাসপাতালগুলিতে শিশু ভর্তি হচ্ছে। তবে অজানা জ্বর বলে মনে করা হচ্ছে।

মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুবিভগে এখনো পর্যন্ত বহু শিশু জ্বর আর শ্বাস কষ্ট নিয়ে ভর্তি রয়েছে। তবে করোনার তৃতীয় ঢেউয়ের কারনে জ্বর কি না তাও সন্দেহের বাইরে নয়। ইতিমধ্যে শিশুদের চিকিৎসার জন্য শিশু বিশেষ্ণগদের নিয়ে বিশেষ দল গঠন করলো মালদা মেডিক্যাল কলেজ কতৃপক্ষ।বৃহস্পতিবার বেলা তিনটার সময় বিশেষ বৈঠকের ডাক দিলেন প্রিন্সিপ্যাল ডঃ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। তিনি বলেন, ভয়ের কোন কারন নেই। মালদা মেডিক্যাল কতৃপক্ষ সজাগ রয়েছে। ভয়ের কোন কারন নেই।