সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাশ্মীরে ফের গু’লি’র লড়াই! সেনার গু’লি’তে নি’কে’শ হিজবুলের ৩ জ’ঙ্গি

উপত্যকায় ফের সেনা-জঙ্গি লড়াই, আজ শুক্রবার জম্মু-কাশ্মীরে ভয়াবহ গুলির লড়াই। নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে নিহত হয়েছে ৩ সন্ত্রাসবাদী, পরবর্তীতে জানা গিয়েছে এরা নাকি হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডার মহম্মদ আশরফ খান ওরফে আশরফ মৌলবী।

ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা, আশেপাশে আরও কোনো জঙ্গী লুকিয়ে আছে কিনা খোজ করার জন্য।

এই বিষয় নিয়ে কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে । সেখানেই হিজবুল মুজাহিদিনের কমান্ডার আশরফ মৌলবী-সহ তিন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তারক্ষীরা।

আরো পড়ুন: তোর পরিণতি হবে ভ’য়’ঙ্ক’র, সুশান্তের শে’ষ মেসেজ সুতপাকে

মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল এই আশরাফ, বহুদিন থেকে উপত্যকায় সন্ত্রাস চালাচ্ছিল সে। এবার তাকে খতম করে দারুন সফলতা অর্জন করেছে নিরাপত্তারক্ষীরা। সূত্রের মাধ্যমে জানা যায়, ২০১৩ সাল থেকে যুক্তহয়েছে সে হিজবুলে।

সময়ের সাথে সাথে আরও বেশি শক্তিশালী হয়ে উপত্যকায় হামলা চালাতে থাকে সে। একের পর এক সন্ত্রাসী হামলায় নাম রয়েছে তার, সাথে সেনাবাহিনী দের উপর হামলা ও সাধারণ নাগরিকদের হত্যার বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে সে।

তবে এখন আর তারা আরও কোনোভাবেই পেরে উঠছেনা ভারতীয় সেনাবাহিনীর সাথে। আগেও তারা পারেনি এখন তাদের অবস্থা আগের থেকেও শোচনীয়।

একেবারে কোমর ভেঙে দিয়েছে জঙ্গিগোষ্ঠীর, এর আগে অনেক এনকাউন্টারে খতম হয়েছে জঙ্গি। লস্কর-ই-তইবার কমান্ডার ইউসুফ কান্তরো-সহ দুই জঙ্গিদের খতম করা হয়েছে। তার আগে শোপিয়ান জেলায় ৪ জঙ্গীকে খতম করা হয়েছে।

আরো পড়ুন: JCB মেশিনের টা’য়া’রে হাওয়া ভরতে গিয়ে ব্লা’স্ট, দুই যুবকের দে’হ ছিন্নভিন্ন, ভাইরাল ভিডিও

উপত্যকায় জঙ্গি হামলা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে। জিহাদিরা উপত্যকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে।

বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের টার্গেট করছে তারা। কিন্তু জম্মু-কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত রাখতে একের পর এক অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। যেখানে খতম করা হচ্ছে জেহাদি কমান্ডার দের।।