সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রাক্তণ স্বামীকে ভ’র’ণ পো’ষ’ণে’র টা’কা দি’তে হবে! স্ত্রীকে আ’দে’শ দিলো বম্বে হাইকোর্ট

স্বামী ভরণপোষণের খরচ দিতে বাধ্য থাকেন যদি, তার স্ত্রী ঘর ছেড়ে চলে যান। কিন্তু এবার আদালত স্ত্রীকে প্রাক্তন স্বামীর ভরণপোষণের খরচ দিতে নির্দেশ দিয়েছে আদালত।

শুধু তাই নয়, বেশ কিছু সময়ের বকেয়া খরচের জন্য বম্বে হাইকোর্টের তরফে শিক্ষিকা স্ত্রীর স্কুলকে আদেশ দেওয়া হয়েছে, যাতে বাড়তি টাকা কেটে প্রাক্তন স্বামীকে দেওয়া হয়। বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের তরফে নান্দেদ নিম্ন আদালতের নির্দেশ বহাল রাখা হয়েছে।

বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের তরফে বলা হয়েছে স্কুল শিক্ষিকা স্ত্রীকে অন্তবর্তর্তী কালীন ভরণপোষণের খরচ হিসেবে মাসে মাসে ৩ হাজার টাকা করে দিতে হবে।

আরো পড়ুন: iphone-র ডিজাইন চে’ঞ্জ, নেওয়া অ’ব’তা’রে আ’স’ছে iphone 14 Pro ও Pro max

আর ২০১৭-র অগাস্ট থেকে বকেয়া থাকা ভরণপোষণের খরচ আদায় করতে স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে, মাসে মাসে ৫ হাজার করে টাকা কেটে নিয়ে আদালতে জমা দিতে হবে।

বিচারপতি ভারতী ডাংরে এব্যাপারে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনের ২৫ নম্বর ধারার কথা উল্লেখ করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সুপ্রিম কোর্টের আদেশের কথাও উল্লেখ করেছএন তিনি।

এব্যাপারে দেওয়ার নিম্ন আদালতের আদেশ খারিজের জন্য শিক্ষিকার আবেদন খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। ২৫ নম্বর ধারা বলা হয়েছে, আদালত রক্ষণাবেক্ষণের জন্য মোটা অর্থ কিংবা মাসিক কিংবা পর্যায়ক্রমে আবেদনকারীকে দিতে আদেশ দিতে পারে।