সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

iphone-র ডিজাইন চে’ঞ্জ, নেওয়া অ’ব’তা’রে আ’স’ছে iphone 14 Pro ও Pro max

আইফোন প্রেমীদের জন্য এসে গেছে এবার নতুন একটি সুখবর। এবছরের লঞ্চ হতে পারে আইফোন 14 এবং আইকন 14 প্রো ম্যাক্স। যদি সমস্ত কিছু ঠিক থাকে তবে এই বছরের অক্টোবরে এই ফোন দুটি বাজারে আসতে চলেছে।

আইফোনের এই দুটি মডেলের ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন আশা করা যাচ্ছে। এই ফোন দুটির মডেলে কোনরকম সিমের জন্য স্লট রাখা হবে না, এই মডেল গুলিতে ব্যবহার করা হবে ই সিম।

আইফোন 11 এর ক্ষেত্রে ফিজিক্যালি সিমের জন্য স্লট থাকলেও অন্যদিকে ই সিম ব্যবহার করার জন্য একটি সুযোগ দেওয়া হয়েছিল। আইফোনের এই নতুন আইফোন 14 মডেলের ৪ জিবি রেম থাকবে এবং স্টোরিজ থাকবে ৬৪ জিবি।

আরো পড়ুন: বি’রা’ট স’ঙ্ক’টে’র মু’খে ভারত! পেট্রোল ও ডিজেল এই কয়েকদিন পর নাও পে’তে পারেন

এই মডেলটির কনফিগারেশনের দাম হতে পারে ৮০ হাজার টাকার কাছাকাছি। জানা গেছে যে এই ফোনটিতে পাওয়া যাবে ৪৮ এমপি ক্যামেরা । তবে এই দুটি নতুন মডেলে কি কি পরিবর্তন আনা হতে পারে সে বিষয়ে বিস্তারিত এখনো কোনো জানায়নি অ্যাপেল কোম্পানি।

তবে জানা যাচ্ছে যে আইফোন 14 মডেলটিতে হয়তো ক্যামেরার দিতে পারে ৪৮ মেগাপিক্সেলের যদিও এই খবরটি জানা গেছে সংবাদ সংস্থা আইএএনএস এর তরফ থেকে। আইফোন 14 প্রো মডেলের উপর একটি রিপোর্ট করা হয়েছে যার মাধ্যমে জানা গেছে রে মডেলটির ক্যামেরা হতে চলেছে ৪৮ এমপি।