সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের এই গ্রামের প্র’তি’টি পরিবারে রয়েছেন IIT ইঞ্জিনিয়ার, জেনে নিন

পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহার। এখানে রয়েছে একটি ছোট্ট গ্রাম। হালফিলে এই গ্রাম সম্পর্কে জানছেন নেটিজেনরা। এই গ্রাম সম্পর্কে জেনে কার্যত চক্ষুচড়কগাছ তাদের। কারণ এই গ্রামের পড়ুয়াদের মধ্যে থেকে প্রায় সকলেই পড়াশোনা ক্ষেত্রে সফল।

একসময় এই গ্রাম বিখ্যাত ছিল তাঁত শিল্পের জন্য। তবে আজ এই গ্রামকে সকলে আইআইটিয়ানদের গ্রাম বলে চিনছেন। বিহারের গয়া জেলার পাটোয়াটলি নামের এই গ্রামের ছেলেরা গত আড়াই দশক ধরে আইআইটিতে চান্স পেয়ে আসছে।

প্রত্যেক বছর এই গ্রাম থেকে বেশ কয়েকজন ছাত্র আইআইটি এবং এনআইটিতে নির্বাচিত হয়। তাদের দিকে অনুপ্রেরণা পায় পরবর্তী প্রজন্মের পড়ুয়ারা। এই গ্রামের শিশু থেকে যুবক সকলেই আইআইটিতে চান্স পাওয়ার জন্য অনুপ্রাণিত।

আরো পড়ুন: চৈত্র সেল বা’ম্পা’র, পেট্রোল বিকোচ্ছে মাত্র ১ টা’কা লিটার

1996 সালে প্রথমবারের জন্য এই গ্রামের কিছু ছেলেমেয়ে আইআইটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। তাদের দেখে অনুপ্রাণিত হয় বাকিরা। তাই শিশুরা ছোটবেলা থেকেই কঠোর পরিশ্রম করতে শুরু করে। এটা প্রত্যেক বছর এই গ্রাম থেকে ছেলেমেয়েরা আইআইটিতে সিলেক্ট হতে থাকে।

বিহারের এই গ্রামটি একসময় ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল। এখানকার প্রত্যেক বাড়িতে চাদর, গামছা তৈরি হতো। আজ এই গামের প্রত্যেক ঘরে ঘরে ইঞ্জিনিয়ার তৈরি হয়। এই গ্রামের তাঁতিরা তাদের সন্তানদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে সমর্থ হয়েছেন।