সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর মাত্র কিছুক্ষণ, বি’রো’ধী শিবিরকে ধরাশায়ী করে রাষ্ট্রপতি হওয়ার থেকে সামান্য দূ’রে দ্রৌপদী মুর্মু

ইতিমধ্যেই ভারতের আগামী রাষ্ট্রপতি কে হবে সে বিষয়ে নির্বাচনের প্রথম রাউন্ডের গণনা শেষের পথে। ইতিমধ্যেই প্রথম রাউন্ডের গণনাতে এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু। ৫৪০ টি ভোট ইতিমধ্যেই গেছে দ্রৌপদীর দিকে। প্রথম রাউন্ডে ভোট গণনার পর ২০৮ টি ভোট রয়েছে যশবন্ত সিনহার কাছে। এই প্রথম রাউন্ডে এগিয়ে রয়েছেন দ্রৌপদী মুর্মু।

ভোটের গণনার কাজ শেষ হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৌপ্রদীর বাড়িতে যাবেন বলে জানা গেছে। মোট ভোট গণনা হয়েছে ৭৪৮ যার মূল্য হল ৫২৩৬০০ , ৭৪৮ টি ভোটের মধ্যে দ্রৌপদীর পক্ষে গেছে ৫৪০ টি বোর্ড যার মূল্য ৩৭৮০০০।

যশোবন্ত সিনহা অনেকটাই পিছিয়ে রয়েছেন। যশোবন্ত সিনহার কাছে ভোট গেছে ২৩৮ যার মূল্য ১৪৫৬০০। ভোট গণনার কাজ কিছুটা শেষ হওয়ার পরেই দ্রৌপদী মুর্মু কিছুটা এগিয়ে থাকার জন্য ইতিমধ্যেই দ্রৌপদীর গ্রামে উৎসব লেগে গেছে।

আরো পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে স’রে দাঁ’ড়া’লো বাংলার শাসকদল

চারিদিক যেন আলোয় আলোয় সজ্জিত হয়ে উঠেছে উড়িষ্যার রাইরাংপুর। ইতিমধ্যেই নতুন রাষ্ট্রপতি হওয়ার জন্য দ্রৌপদীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। গ্রামের চারিদিকে ধামসা মাদলের তালে নৃত্য করছে আদিবাসী মহিলারা।

গ্রামবাসীরা ঝাড়খণ্ডের রাজারাপ্পায় বিখ্যাত ছিন্নমস্তা মন্দির ইতিমধ্যেই দ্রোপদী জন্য পুজো দিচ্ছেন। পুজো দিয়ে একটাই প্রার্থনা যেন এই ভোটে দ্রোপদী জয়ী হয়। এই ভোট গণনা শুরু হয়েছে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল এর মধ্যে আগামী দিনের ভারতের রাষ্ট্রপতি কে হবে তার নাম ঘোষণা হয়ে যাবে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল ১৬ ই জুন।১৮ই জুলাই পর্যন্ত সংসদে ভোট দান চলে। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে এবার ৯৯.১৮ শতাংশ ভোট পড়েছে। এই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন ৪৭৯৬ জন ভোটার।

ভোটারদের মধ্যে যুক্ত ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিধায়করা। ভোট গণনার ক্ষেত্রে বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল, গণনা কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছিল সংসদ ভবনের ৬৩ নম্বর কক্ষকে। দুদিনের মধ্যেই সমস্ত ব্যালটবক্স এসে পৌঁছেছিল সংসদ ভবনে।