সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মোদির উ’দ্যো’গে এবার কলকাতার গঙ্গার নি’চ দিয়ে তৈ’রি হ’বে রাস্তা

কেন্দ্র সরকারের গতিশক্তি প্রোগ্রামে আওতায় তৈরি হতে চলেছে গঙ্গার নিচ দিয়ে রিভার টার্মিনাল। এদিন পোর্ট ট্রাস্টের পক্ষ থেকে জানা যায় গঙ্গা নিজ দিয়ে পরিবহনের জন্য রাস্তা তৈরি হতে চলেছে।

এদিন কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বন্দরএর চেয়ারম্যান বিনীত কুমার বাবু জানালেন কলকাতায় ইতিমধ্যেই রেল রোড কানেক্টিভিটি বাড়ানোর জন্য অনেক প্রজেক্ট গ্রহণ করা হয়েছে।

কিন্তু জল পরিবহনের কথা সেভাবে ভাবা হয়নি। তাই এবার এই জল প্রকল্পের কথা মাথায় রেখে কলকাতা থেকে 80 কিলোমিটার দূরে বলাগর এ রিভার টার্মিনাল গড়ে তোলা হচ্ছে । কলকাতায় যানজটের সমস্যা বরাবরই সাধারণ মানুষকে বিপাকে ফেলে।

আরো পড়ুন: কতো টা’কা’র বই বিক্রি হলো এবারের বইমেলায়? চ’ম’কে উঠবেন টা’কা’র অ’ঙ্ক শুনলে

সূত্রে জানা গিয়েছে কলকাতা বন্দরের খিদিরপুর ডকের 180 কোটি টাকা খরচ করে উন্নয়ন করা হবে।ব্যবহৃত হবে আল্ট্রা মডার্ন ক্রেন ,সর্বাধুনিক টার্মিনাল।

এই রিভার টার্মিনালে থাকবে কার্গো জেটির ব্যবস্থা। এখান থেকে কার্গো জলপথে বার্জের মাধ্যমে বলাগর টার্মিনালে যাবে বলে জানা গেছে। কলকাতার জনসাধারণ এই প্রকল্পের উদ্যোগে বেশ খোশমেজাজে রয়েছেন।