সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চৈত্র সেল বা’ম্পা’র, পেট্রোল বিকোচ্ছে মাত্র ১ টা’কা লিটার

দিন প্রতিদিন জ্বালানি তেলের দাম পাল্লা দিয়ে বাড়ছে। রান্নার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। যার ফলস্বরূপ মূল্যবৃদ্ধিও মাত্রাছাড়া।

তবে এই পরিস্থিতিতেও বৃহস্পতিবার মুম্বাইয়ের সোলাপুরে মাত্র এক টাকা লিটার প্রতি দরে বিক্রি হলো পেট্রোল। সেখানকার স্থানীয় বাসিন্দাদের 500 জনকে এক টাকা লিটার প্রতি পেট্রোল বিক্রি করা হয়েছে। এই খবরে উপচে পড়েছে ভিড়।

ডঃ বি আর আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে এদিন স্থানীয় ভাবে একটি পেট্রোল পাম্পের তরফ থেকে পেট্রোল বিতরণের আয়োজন করা হয়েছিল। এই খবরের রীতিমতো শোরগোল পড়ে যায় শহর জুড়ে।

আরো পড়ুন: বহুতল থেকে লা’ফ দিয়ে সু’ই’সা’ই’ড করার চে’ষ্টা তরুনীর, CISF জওয়ানদের দৌ’ল’তে প্রাণে বাঁ’চ’লে’ন

এক লিটার পেট্রোল এক টাকার বিনিময়ে পাওয়ার জন্য পেট্রলপাম্পে মানুষের ভীড় উপচে পড়ে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করতে হয়েছিল।

ডঃ আম্বেদকর স্টুডেন্টস এবং ইয়ুথ প্যানথার্স এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের সভাপতি মহেশ্ সর্বগোড়া জানিয়েছেন বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি বাড়ছে।

মোদি সরকারের আমলে পেট্রোলের দাম লিটার প্রতি একশো কুড়ি টাকায় পৌঁছে গিয়েছে। জনগণকে স্বস্তি দিতে ডক্টর বাবাসাহেব আম্বেদকারের জন্মবার্ষিকী উদযাপন করে এক টাকা দরে পেট্রোল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবশেষে তিনি আরো বলেছেন, এমন একটি ছোট সংগঠন যদি 500 মানুষকে স্বস্তি দিতে পারে তাহলে সরকারেরও সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া উচিত।

বর্তমানে দেশের বেশিরভাগ এলাকাতেই পেট্রোলের দাম লিটার প্রতি 100 টাকা ছাড়িয়ে গিয়েছে। কেন্দ্রের তরফ থেকে কর কমানোর আশা রেখেছিলেন সাধারণ মানুষ তবে তাদের সেই আশা পূরণ হয়নি।