সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫ টি গু’লি খেয়েও পাক মেজরের মা’থা উ’ড়ি’য়ে দিয়েছেন! ৪৮ পাকিস্তানি সেনাকে খ’ত’ম করেছিলেন

১৯৯৯ সালের ২৬ শে জুলাই দিনটি ইতিহাসের পাতায় এখনো জ্বলজ্বল করছে, কারণ ১৯৯৯ সালের এই দিনটিতেই হয়েছিল ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াই অর্থাৎ কারগিল যুদ্ধ, যেখানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনারা সফলতা লাভ করেছিল। সেইজন্যে প্রত্যেক বছরের ২৬ শে জুলাই দিনটিকে কারগিল বিজয় দিবস বলেই পালন করা হয়।

আজকের এই বিশেষ দিনটিতে এমন একজনের কথা বলা হবে যার বীরত্বের কাহিনী কারগিলের যুদ্ধকে কেন্দ্র করে ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। এই যুদ্ধের লড়াই করা এমন এক নায়ক এর কথা বলা হচ্ছে এই প্রতিবেদনে, যিনি পাঁচ খানা বুলেটে ছারখার হয়ে যাওয়ার পরেও সেই আঘাত নিয়ে পাকিস্তানি সৈন্যদের এই যুদ্ধে হারিয়েছিলেন কোবরার দিগেন্দ্র কুমারের।

এই জয়ের কারণে ৩০ বছর বয়সে তিনি তৎকালীন রাষ্ট্রপতি কে আর নারায়নের তরফ থেকে দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার মহাবীর চক্রে সম্মানিত হয়েছিলেন। এই নায়ক তার দলের সাহায্য নিয়ে ৪৮ জন পাকিস্তানী সৈন্যকে হত্যা করেছিলেন এবং পাঁচটি বুলেটে ক্ষতবিক্ষত হয়ে ও পাকিস্তানী মেজরের শিরশ্ছেদ করেছিলেন যার ফলে এই যুদ্ধের জয় হয়েছিল।

আরো পড়ুন: কুমারী মেয়েরা এই কা’জ শ্রাবণ মাসে একদম করবেন না! হতে পারে চ’র’ম ক্ষ’তি

দিগেন্দ্রর পরিবারও একটি সামরিক পরিবার সেইজন্যে ছোটবেলা থেকেই তিনি সামরিক পরিবেশের মধ্যে একটু একটু করে বেড়ে উঠেছিলেন। রাজস্থানের সিকার জেলার নিমকা থানা তহসিল এর একটি গ্রামে তার জন্ম।

দিগেন্দ্রর দাদু একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সেনা। সামরিক পরিবারে বড় হয়ে ওঠার পর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভারতীয় সামরিক এই যোগদান করবেন।

রাজপুতানার রাইফেলস এ ভর্তি হওয়ার পরপরই হাজার ১৯৮৫ সালে দিগন্ত কুমারকে পাঠানো হয় শ্রীলংকার জঙ্গলে তামিল টাইগারদের বিরুদ্ধে অভিযান চালাতে সেখানে অপারেশন অপারেশন চলাকালীন দীর্ঘ এক দিনেই হত্যা করেন সন্ত্রাসীদের।

সাথে শত্রুদের গোলাবারুদের ঘাঁটিও নিঃশেষ করে দেন আর কিছু বছর পরে কাশ্মীরের কুপওয়ারা পাঠানো হয় তাকে সেখানে তিনি সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই উদ্যত ছিলেন এরিয়া কমান্ডার তথা জঙ্গি মজিদ খানকে তিনি খতম করেন। এরপর ১৯৯৩ সালে দিগেন্দ্র কুমার হজরতবাল দরগাহকে সন্ত্রাসবাদীদের কবল থেকে মুক্ত করেন।

১৯৯৯ সালে কোবরা সেনাবাহিনীর অন্যতম সেরা কমান্ডার হিসেবে পরিচিত হয় দিগন্ত কুমার ১৩ ই জুন দিনটি দিগেন্দ্র কুমারকে বিশেষভাবে স্মরণীয় করে তোলে ভারতবাসীর কাছে হাজার ফুট উচ্চতায় অবস্থিত তোললিং শীর্ষ তিনি পোস্টটি জেতার জন্য।