সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কুমারী মেয়েরা এই কা’জ শ্রাবণ মাসে একদম করবেন না! হতে পারে চ’র’ম ক্ষ’তি

হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচিত। এই মাসে মহাদেবের জন্ম হয় সেই জন্যই মহাদেবের পুজো করার জন্য এই মাস বিশেষ গুরুত্ব পেয়েছে। হিন্দু ধর্ম শাস্ত্র অনুযায়ী মনে করা হয় যদি এই মাসে পার্বতী এবং ভোলানাথের পুজো খুব ভক্তিভরে করা হয় তাহলে সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়।

শ্রাবণ মাসে মহাদেবের পুজো বিশেষ করে করেন বিবাহিত মহিলারা তবে এই সময় অবিবাহিত মহিলারা যদি পুজো করে থাকেন তাহলে তাদের ক্ষেত্রে মেনে চলতে হবে কিছু উপদেশ।

অবিবাহিত মেয়েরা যদি শ্রাবণ মাসের সোমবার গুলি পুজো করেন ভক্তিভরে তাহলে সেটা তাদের ক্ষেত্রে খুব শুভ বলে মনে করা হয়। মনে করা হয় যে এই সময় যদি মহাদেবকে ভক্তিভরে অবিবাহিত মহিলারা পুজো করেন সমস্ত নিয়ম-নীতি মেনে তাহলে তাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন মহাদেব।

আরো পড়ুন: পার্কে রোমান্সের ম’ধ্যে বা’ধা দিচ্ছে প্রেমিকার মাথার উকুন, প্রেমিকের কা’ন্ড দেখে অ’বা’ক সকলেই

তবে শ্রাবণ মাসে মহাদেবের পুজো করার ক্ষেত্রে যদি সমস্ত নিয়মকানুন না মেনে পুজো করা হয় তবে কিন্তু মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় না। এবার আসুন জেনে নেওয়া যাক যেও অবিবাহিত মহিলারা এই মাসের মহাদেবের পুজো করলে কি কি কাজ করা উচিত নয়।

শ্রাবণ মাসে অবিবাহিত মহিলারা যদি পুজো করেন তাহলে নজর রাখবেন যে মহাদেবের পুজোর সময় যেন হলুদ এবং তুলসি পাতা ব্যবহার না করা হয়।

শ্রাবণ মাসে মহাদেবের পুজো করতে গেলে এবং মহাদেবের মত যদি স্বামী পেতে হয় তাহলে অবশ্যই অবিবাহিত মহিলারা মহাদেবের মাথায় জল ঢালার সময় “ওম নমঃ শিবায়” মন্ত্রটি জপ করবেন।

শ্রাবণ মাসের প্রতি সোমবার যদি অবিবাহিত মহিলারা পালন করেন তবে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আটা-ময়দা, ছাতু, বেসন থেকে দূরে থাকতে হবে।

আরো পড়ুন: সবচেয়ে স’স্তা ইলিশ কলকাতায়! দা’ম শুনলেই চওড়া হ’বে হাসি

যে সমস্ত কুমারী মেয়েরা শ্রাবণ মাসের সোমবার মেনে চলবেন তাদের ক্ষেত্রে অবশ্যই গোটা শ্রাবণ মাস জুড়ে লঙ্কা,মাংস, পেঁয়াজ, রসুন থেকে দূরে থাকতে হবে।

শ্রাবণ মাসের সোমবার যদি উপবাস রাখতে হয় তাহলে অবশ্যই খাবারে সন্ধক লবণ ব্যবহার করুন। যে সমস্ত কুমারী মেয়েরা শ্রাবণ মাসের সোমবার গুলি মেনে চলবেন তারা সকালে বিছানা ছেড়ে জলে কালো তিল এবং একটু গঙ্গা জল মিশিয়ে সেই জলে স্নান করবেন।

শিবলিঙ্গকে পঞ্চামৃত এবং জল দিয়ে অভিষেক করতে হবে।শিবলিঙ্গের অভিষেক হয়ে গেলে ধুতরা ফুল এবং বেল পাতা দিয়ে মন্ত্র “ওম নমঃ শিবায়” জপ করে পুজো দিতে হবে।