সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবচেয়ে স’স্তা ইলিশ কলকাতায়! দা’ম শুনলেই চওড়া হ’বে হাসি

বর্ষাকাল, একদিকে যেমন বর্ষাকাল হাসি ফোঁটায় চাষীদের মুখে, তেমনি উল্টোদিকেই বর্ষাকাল হাসি ফোঁটায় বাঙ্গালীদের মুখে। কারণ এই বর্ষাকালে পাওয়া যায় ইলিশ মাছ।

তবে সম্প্রতি কিছু বছর ধরে ইলিশ মাছের যোগান কম হওয়ার জন্য ইলিশ মাছের দাম এখন চড়া। বাঙালিরা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পাতে ইলিশ পাওয়ার মতই আশা করে থাকেন, কিন্তু ইলিশের যা দাম তাতে পকেটে পড়ে যায় টান, সেই কারণে মনে সাধ হয়ে থাকলেও সেটা পূরণ করার ক্ষমতা হয়তো অনেকের হয় না।

বর্তমানে বাজারে এখন সবজির দাম যথেষ্ট কম রয়েছে, মাছের দাম সব সময় থাকে বেশি। কিন্তু মঙ্গলবারে মধ্যবিত্তের মুখে হাসি ফোঁটালো ইলিশ কারণ মঙ্গলবারের বাজারে ছড়িয়ে থাকতে দেখা গেল ইলিশ। তার সাথে দেখা গেল ইলিশের দাম সস্তা হতে।

আরো পড়ুন: ল’ম্বা বিরতির পর ছোটপর্দায় ফিরছেন শ্রীপর্ণা, তবে আ’র হবেন না নায়িকা!

বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার থেকে কলকাতায় এখন ইলিশের চালান বেশি যার কারণে সেখানে ইলিশের দাম এখন সস্তা। এবার আসুন জেনে নিই যে বাঙ্গালীদের মুখে হাসি ফোটাতে কোন মাছের দাম এখন বাজারে কত।

প্রতি কেজি ইলিশের দাম ৪০০ থেকে ৫০০ টাকা কেজি তবে সেটা ৩০০ গ্রামের মাছের দাম।

ভেটকি পাওয়া যাচ্ছে প্রতি কেজি ৬০০ টাকা দরে।

কাতলা পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা প্রতি কেজি।

ভোলা পাওয়া যাচ্ছে ২৫০টাকা কেজি দরে।

পাবদা প্রতি কেজি ৫০০ টাকা।

অন্যদিকে তেলাপিয়া প্রতিকেজি ১৬০ টাকা।

ট্যাংরা পাওয়া যাচ্ছে প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা।

লোটে মাছ পাওয়া যাচ্ছে প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা।