সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লোকাল ট্রেনের যাত্রীদের আ’রো কতদিন ভু’গ’তে হবে? পরিষেবা ক’বে থেকে ঠিক হ’বে?

শিয়ালদা এবং পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় রেল লাইনের নন-ইন্টারলকিংয়ের কাজ চলার ফলে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বেশ কিছু দিন থেকেই। প্রায় প্রত্যেক দিনই অনেক ট্রেন বাতিলের ঘোষণা করা হচ্ছে।ফলে অসুবিধায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের। অন্যদিকে কিছুটা স্বস্তির খবর প্রকাশ করলো রেল মন্ত্রক।

মঙ্গলবার এই নন-ইন্টারলকিংয়ের কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাতেই নন-ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি কিছুটা কমলেও পুরোপুরি কমছে না বলেই জানা গিয়েছে। শিয়ালদা-রানাঘাট রুটে কাজ শেষ হতে কমপক্ষে আরও সাতদিন সময় লাগবে,ফলে নিত্য যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে।

নৈহাটি ও কল্যাণীর মধ্যে অটোমেটিক সিগন্যালিং ও থার্ড লাইন বসানোর কাজ চলছে ফলে যাত্রীদের ২০ মার্চ অবধি ট্রেন বাতিলের সমস্যা পোহাতে হতে পারে। রেল সূত্রে খবর,আপাতত শিয়ালদা থেকে কল্যাণীর মধ্যে প্রত্যেকদিন ১৩ জোড়া ও কল্যাণী থেকে রানাঘাটের মধ্যে ৬ জোড়া লোকাল ট্রেন চলবে।

আরো খবর: আজ ফে’র ED দপ্তরে বনি সেনগুপ্ত, কেন ফে’র ডা’ক পেলেন?

অন্যদিকে, ঘোষণা না করে কোনও লোকাল ট্রেন বাতিল করা হবে না। ফলে যাত্রীদের কিছুটা কম হয়রানির শিকার হতে হবে।যাত্রীদের সুবিধার্থে প্রত্যেকদিন ভোর ৫টা থেকে রাত ১০টা অবধি কল্যাণী-কল্যাণী সীমান্তের মধ্যে মোট ১৪ জোড়া লোকাল ট্রেন চলবে।

সূত্রে খবর ,রবিবার মোট ২৬ জোড়া এবং সোমবার মত ২৫ জোড়া লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছিল। মঙ্গলবার শিয়ালদা-কল্যাণী শাখায় ১৩ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। অন্যদিকে, দূরপাল্লার কোনও ট্রেনের গতিপথ বদলের সম্ভাবনা নেই।