সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঙ্গলে পাড়ি দেওয়ার জন্য প্র’স্তু’তি নিচ্ছেন এলন মাস্ক, জানালেন সময়

মহাকাশ চর্চা নিয়ে এলন মাস্কের উদ্যমের কথা , নিত্যনতুন সব পরিকল্পনার কথা আজ কারকাছেই অজানা নয়। তিনি তার সংস্থা SpaceX এর সাথে দীর্ঘদিন ধরে মহাকাশবিজ্ঞান নিয়ে কাজ করে চলেছেন।

কিছুদিন আগেই Twitter এর মালিকানা হাতে পান এলন। সূত্রে খবর সংস্থার খরচ টানতে তাকে কর্মী ছাঁটাইও করতে হয়েছে। এইরকম প্রতিকূল পরিস্থিতিতেও SpaceX নিয়ে তিনি সর্বদা আশাবাদী।

নতুন বছরের উপহার হিসেবে তিনি বিশ্ববাসীদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন আগামী দশ বছর অর্থাৎ 2032-33 এর মধ্যেই মানুষের পা পড়বে মঙ্গলে।

আরো খবর: ট্র্যাফিক আইন ভাঙার জ’রি’মা’নায় বিশেষ ছা’ড়! কোথায় এমন সিদ্ধান্ত?

এলনের সংস্থাটি কয়েকদিন আগেই Starship prototype এর booster rocket এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করে। সেই ভিডিওই আজ রিটুইট করেন তিনি। এলন জানিয়েছে যে তার এই রকেটই সবাইকে একদিন মঙ্গলে নিয়ে যাবে। তিনি যে কতটা আশাবাদী সেটা তার টুইট দেখেই বোঝা যাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে এই Starship রকেটটি পৃথিবীর সবথেকে শক্তিশালী রকেট । একইসঙ্গে কার্গো ও ক্রু – দুটোই বহন করতে সক্ষম এই রকেটটি। চাঁদ, মঙ্গল ছড়িয়ে আরো বহুদূরে পারি জমতে প্রস্তুত এটি। সাধারণ মানুষের মহাকাশ ভ্রমণের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ করবে এই Starship রকেট।