সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের শীর্ষব্যাংক SBI কি’ন’তে চলেছেন ইলন মাস্ক! টুইট ভাইরাল

যবে থেকে এলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছে, তবে থেকেই স্যোশাল মিডিয়ায় নানা ধরনের মিম ছড়িয়ে পড়েছে। তিনি নাকি বিভিন্ন কিছু সংস্থাকে কিনে নিতে চাইছে এমনটাই দেখা যাচ্ছে ।

আসলে সেগুলো সত্যি একটাও না , সেগুলো মিমারদের কাজ। ইতিমধ্যেই এলন মাস্কের নাম জড়িয়ে পড়েছে বেহালা মেট্রোর সাথে। তিনি নাকি বেহালা মেট্রো কিনে নেবে। এবার তাঁর নাম জড়ালো স্টেট ব্যাঙ্কের সাথে।

স্টেট ব্যাঙ্ক কিনে নেবে এবার এলন মাস্ক। কিন্তু সেই টুইটের উত্তর দিয়েছে আবার স্টেট ব্যাঙ্ক। সেখানে ব্যাঙ্ক উত্তর দিয়েছে যে, লাঞ্চের পরে আসুন লিঙ্ক নেই।

আরো পড়ুন: ফের নতুন করে তালিবানকে ‘হটা’নো’র প্র’স্তু’তি নিচ্ছে ব্রিটেন-আমেরিকা, এবার কে হচ্ছেন মু’খ?

ঠিক এমন ভাবেই নানা ধরনের মজাদার মজাদার টুইট যেগুলো আসলে মিমের আকারে ভাইরাল হচ্ছে স্যোশাল মিডিয়ায়। এই মিম নিয়ে মেতে উঠেছে নেটিজেনেরা। বেহালা মেট্রোর সাথে সাথে এস বি আই ক্রয় করা নিয়েও প্রশ্ন উঠেছে।


কিন্তু তাঁর থেকেও অবাক করেছে মানুষকে এস বি আই এর টুইটের উত্তর দেওয়া নিয়ে। তবে সব গুলোই সেটা মজার ছলে মিম বানানো হয়েছে। সত্যি একটাও না। নেটিজেনেরা এই বিষয়ে দারুণ মজা পেয়েছে।

সেই কারণেই এলন মাস্কের কি অবস্থা হবে সেটাও জানিয়ে দিয়েছে নেটিজেনের দল। বলেছে, এলন মাস্ককে প্রথমেই বলা হবে ৪ নম্বর কাউন্টারে যেতে, সেখান থেকে একটা ফর্ম তুলে ৩ নম্বর কাউন্টারে গিয়ে ফিল আপ করুন।

আরো পড়ুন: এটা বাংলা উত্তরপ্রদেশ ন’য়, এখানে অ’ন্যা’য় করলে শা’স্তি হয়: মমতা বন্দ্যোপাধ্যায়

তাছাড়া ৫ নম্বরে গিয়ে সেটা আবার দেখান। ড্রাফট জমা দিন ৮ নম্বর কাউন্টারে। সব কাজ হয়ে গেলে লাঞ্চের পরে এসে জমা দিন। এই ধরনের একটি মিম এখন ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

এটা নতুন নয়, এলন মাস্ককে নিয়ে এই ধরনের মিম চলতেই থাকে। এমন কোনো কাজ করলেই মিম বানানো শুরু হয়ে যায়, যা দেখে মানুষ অফুরন্ত মজা পায়।