সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফিক্সড ডিপোজিটে সুদের হা’র বা’ড়া’লো SBI, রইলো তা’লি’কা

দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সাধারণ মানুষকে সুখবর দিল। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবার ফিক্স ডিপোজিট (FD)-তে সুদের হার বৃদ্ধি করল। এক ধাক্কায় 20 বেসিস পয়েন্ট Fixed Deposit-এর উপর সুদের হার বৃদ্ধি করা হয়েছে।

এই নয়া সুদের হার মঙ্গলবার 14 জুন থেকেই চালু করা হচ্ছে । 2 কোটি টাকার নীচে ফিক্স ডিপোজিট (FD)-তে এই সুদের হার বৃদ্ধি করা হয়েছে। যার ফলে, সাধারণ মধ্যবিত্তদের বেশ কিছুটা লাভ হবে বলে মনে করা হচ্ছে।

SBI-তে সর্বনিম্ন 7 দিনের জন্য FD করা যেতে পারে। সর্বোচ্চ 10 বছরের জন্য এই FD করা যেতে পারে। তবে যে সুদের হার বৃদ্ধি করা হয়েছে, তার জন্য 211 দিন থেকে 1 বছরের কম সময়ের জন্য FD করা যেতে পারে।

আরো পড়ুন: সেনায় ন’য়া প্রকল্প “অগ্নিপথ”, চার বছর চাকরি করার পর মি’ল’বে আকর্ষণীয় প্যা’কে’জ

আগে যেখানে এই মেয়াদে FD-তে সুদের হার ছিল 4.40 শতাংশ। তা 20 বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে 4.60 শতাংশ। অন্যদিকে, একবছর থেকে দু’বছরের কম মেয়াদের ক্ষেত্রে আগে যেখানে সুদের হার ছিল 5.10 শতাংশ, তা বাড়িয়ে করা হয়েছে 5.30 শতাংশ।

তবে, দু’বছর থেকে 3 বছরের ক্ষেত্রে সুদের হার 15 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। ফলে আগে যেখানে সুদের হার ছিল 5.20 শতাংশ। তা বৃদ্ধি করে করা হয়েছে 5.35 শতাংশ।