সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই কয়েকটি তথ্য নিয়ে একদম Google সার্চ করবেন না, পুলিশ চ’লে আসতে পা’রে বাড়িতে!

রান্নাবান্না থেকে জটিল অংক সবকিছু জানে গুগল। গুগলের কাছে গিয়ে যে কোন প্রশ্নের উত্তর পাওয়া যায় খুব সহজে। অনেকে আবার মশকরা করে গুগলকে বলে থাকেন প্রফেসর গুগল। কিন্তু আপনি কি জানেন নতুন বছরে কয়েকটি জিনিস গুগলে সার্চ করলে আপনার জরিমানা বা জেল পর্যন্ত হতে পারে। বিশ্বজুড়ে সমস্ত ইউজারদের প্রতিদিন লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর দিয়ে থাকে গুগল। কিন্তু অনেকেই google এর প্রাইভেসি পলিসি সম্পর্কে ওয়াকিবহাল নয়।

তাই মাথায় রাখতে হবে গুগলে যা ইচ্ছে তাই সার্চ করতে পারবেন না। অর্থাৎ গুগল সার্চ করবার সময় একটু বেশি সতর্ক থাকতে হবে। সম্প্রতি গুগলে কিছু বেফাঁস জিনিস সার্চ করার ফলে ভিয়েতনামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জানেন কোন কোন বিষয়ে সার্চ করতে পারবেন না google এ! সার্চ ইঞ্জিনে বম্ব তৈরি করার কৌশল জানতে গেলেই পড়বেন বিপাকে। বিশেষ করে সরকারি নিরাপত্তা কর্মী এবং গুগলের গোয়েন্দা বিভাগ আপনাকে সদা সতর্ক দৃষ্টিতে রাখবে।

যা আপনার জন্য বিপদজনক হয়ে উঠতে পারে। যে কোন অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কিত প্রশ্ন করতে পারবেন না গুগলকে। কিভাবে কাউকে ভয় দেখাবেন বা খুন করবেন কিংবা ছিনতাই চুরি করবেন। এসব বিষয় গুগল জানলেও আপনাকে জানাতে বাধ্য নয়। গুগলে কখনো চাইল্ড পর্ন সার্চ করতে পারবেন না। বিশেষ করে ভারত এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন দেশে এই ধরনের চাইল্ড পর্নোগ্রাফি সার্চ করার প্রবণতা থাকে মানুষের মধ্যে।

আরো খবর: দু’র্দা’ন্ত সরকারি স্কিম, দী’র্ঘমে’য়া’দি বি’নি’য়ো’গে মি’ল’বে ১০ শতাংশ সু’দ

কিন্তু মনে রাখবেন শুধুমাত্র চাইল্ড অ্যাবিউজ নয় এই সংক্রান্ত কোনো জিনিস সার্চ করা জ’ঘ’ন্যতম অপরাধ। প’ক্স অ্যাক্ট অনুযায়ী মামলা করা হতে পারে। গুগলে কখনোই গ’র্ভ’পা’ত সংক্রান্ত কোনো বিষয় লিখে সার্চ করবেন না কারণ গ’র্ভ’পা’ত দণ্ডনীয় অপরাধ। তাই গুগল এই ব্যাপারে অত্যন্ত সতর্ক।

এছাড়া যৌ’ন নি’পী’ড়’নের শি’কা’র কিংবা খুনের হামলায় মৃত ব্যক্তির পরিচয় google এ কখনোই ফাঁস করবেন না। যতক্ষণ না পর্যন্ত আইন বা আদালত এই সংক্রান্ত কোনো তথ্য পেশ করছে ততক্ষণ গুগলে এই ধরনের তথ্য পেশ না করাই শ্রেয়।

এছাড়া স’ন্ত্রা’সবাদ সংক্রান্ত যেকোনো বিষয়ে বা স’ন্ত্রা’স’বা’দীদের নাম সার্চ করবার ক্ষেত্রেও গুগল কড়া পদক্ষেপ নিতে পারে। তাই নতুন বছরের সাবধান হয়ে যান নিজের অজান্তেও যদি এই জিনিস সার্চ করে থাকেন তবে পড়তে পারেন বিপদে।