সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্দা’ন্ত সরকারি স্কিম, দী’র্ঘমে’য়া’দি বি’নি’য়ো’গে মি’ল’বে ১০ শতাংশ সু’দ

সকলেই চান নিজেদের গচ্ছিত সম্পদ কোন নিরাপদ স্থানে রাখতে। বিশেষ করে সরকারি বিভিন্ন বিনিয়োগ সংস্থার উপরে নির্ভর করে থাকেন মধ্যবিত্ত মানুষ। আপনি কি জানেন এমনই একটি সরকারি স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করলে দশ শতাংশ পর্যন্ত সুদ পেতে পারেন। সেই সঙ্গে রয়েছে অভাবনীয় কর ছারের সুবিধা। ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগ করলে এমন নানান আকর্ষণীয় সুবিধা ভোগ করতে পারবেন। সম্পূর্ণ সরকারি এই পেনশন সিস্টেম যেখানে বিপুল অংকের তহবিল ঘটতে পারবেন একজন গ্রাহক।

মাসে ১৫০০০ টাকা দিয়ে নির্দিষ্ট সময় পরে প্রতি মাসে ২.২৩ লাখ টাকা পেনশন পেতে পারবেন। অর্থাৎ কষ্ট করে যদি যৌবনে কিছু টাকা সঞ্চয় করতে পারেন তবে বৃদ্ধ বয়সে আর পিছন দিকে তাকাতে হবে না। কিন্তু কিভাবে পাবেন এই সুবিধা, আর কারা পাবেন জানেন! এই স্কিমে ১৮ থেকে ৬৫ বছর বয়সের মধ্যে বিনিয়োগ করতে হবে। যেকোনো ভারতীয় নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারেন এই স্কিমে।

তবে ভারতে স্থায়ীভাবে কেউ না থাকলে ও প্রবাসী ভারতীয়রাও এই এনপিএস একাউন্ট খুলতে পারবেন। একাউন্ট খোলার জন্য দুটি উপায় রয়েছে। যেকোনো ব্যাংকের শাখা বা পোস্ট অফিসে বিনিয়োগ করা যেতে পারে। এছাড়া প্যান ও ব্যাংকের বিবরণ ব্যবহার করে ই এনপিএস ওয়েবসাইট এর মাধ্যমেও অনলাইনে বিনিয়োগ করতে পারেন একজন গ্রাহক। প্রতিটি nps গ্রাহককে একটি করে পার্মানেন্ট রিটায়ারমেন্ট একাউন্ট নাম্বার দেওয়া হবে।

আরো খবর: ফে’র সবার সামনে সব্যসাচী, বসলেন বি’য়ে’র পিঁ’ড়ি’তে

একাউন্ট খোলার ক্ষেত্রে নিজেই PRAN জমা দিতে পারবেন বিনিয়োগকারী।https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html এই পোর্টালের মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আঁধার যাচাই করনের পরে বেছে নিতে হবে ই সাইন। প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন ফরম পূরণ করতে পারেন। ছবি দিয়ে স্বাক্ষর করতে হবে এবং রেজিস্ট্রেশনের সময় বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা জমা দিতে হবে।।

জাতীয় পেনশন সিস্টেমে বিনিয়োগ করার পর লক্ষাধিক টাকার পেনশন পেতে পারেন। এটি এমন একটি পরিকল্পনা যার মাধ্যমে সিঙ্গেল investment debt ও equity দুটোই পাওয়া যেতে পারে। একজন বিনিয়োগকারী ইকুইটিতে ৭৫ শতাংশ পর্যন্ত নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারবেন।

দীর্ঘমেয়াদী এই প্রকল্পে বিনিয়োগ করতে হলে বার্ষিক ১০ শতাংশ পর্যন্ত সুদের হার হতে পারে। ৪০: ৬০ বিনিয়োগ করা একেবারে সমীচীন হবে। কোন ব্যক্তিই এনপিএস স্কিমে বিনিয়োগ করলে একাউন্ট হোল্ডারকে আর্থিক বছরে দেড় লক্ষ টাকার উপর ৮০ C অধীনে আয়কর ছাড় দেওয়া হবে। এছাড়া অতিরিক্ত ৫০ হাজার টাকা আয়কর ছাড় দাবি করতে পারবেন বিনিয়োগকারী।

যদি কোন বিনিয়োগকারী ৩০ বছর বয়সের পর এন পি এস একাউন্ট প্রতি মাসে ১৫০০০ টাকা বিনিয়োগ করেন তবে এই সাত বছরের পর তাকে মাসিক পেনশন দেওয়া হবে।। মেয়াদ পুরনো হয়ে যাওয়ার পর বিনিয়োগকারীকে ৬৮ হাজার ৩৮০ টাকা এমপিএস পেনশন এবং ২.০৫ কোটি টাকার তহবিল দেওয়া হবে। ২৫ বছরের জন্য ২.০৫ টাকার তহবিলে যদি বিনিয়োগ করা হয় তবে বিনিয়োগকারী ৮% রিটার্ন পাবেন। বিনিয়োগকারী প্রতি মাসে পাবেন ১.৫৫ লাখ টাকা।