সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি PhonePe-GPay-Paytm ব্যবহার করেন? তবে র’ই’লো দারুন খবর

আজকাল কার যুগে কেউ আর লাইনে দাঁড়িয়ে টাকা তোলা কিংবা জমা করতেই বেশী স্বাচ্ছ্যন্দ বোধ করে। ইউ পি আই এর মাধ্যমে এখন সবাই টাকা লেনদেন করে থাকে, যাকে এক কথায় বলে ডিজিটাল পেমেন্ট।

বিশেষ করে পেটি এম, ফোন পে, জি পে এই সমস্ত কিছু ব্যবহার করেই মানুষ আজকাল টাকা পয়সা লেনদেন করে থাকে। এবার যারা এই সমস্ত কিছু ব্যবহার করে টাকা লেনদেন করে থাকে তাদের জন্য রয়েছে সুখবর।

কারণ ইউরোপ সহ পশ্চিম এশিয়ার মোট ৭ টি দেশ ইউ পি আই এর মাধ্যমে এক ব্যাঙ্ক থেকে আরেক ব্যাঙ্কে টাকা লেনদেনের স্বীকৃতি দিয়েছে। নেপাল, ভূটান তো আগেই তালিকায় ছিল এর সাথে যুক্ত হয়েছে সিঙ্গাপুর, ইউ এ ই, ফ্রান্স, ওমান।

আরো পড়ুন: নতুন করে টেট ঘো’ষ’ণা হতেই মামলা দা’য়ে’র, এবারও কি চাকরি হ’বে?

ইউ পি আই এর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে। গত সেপ্টেম্বর মাসেই নাকি ১১ লক্ষ কোটি টাকা লেনদেন হয়েছে, এই লেনদেনের পরিমাণ আরও বাড়ানোর লক্ষ্যে রয়েছে ভারত।

তাই ইতিমধ্যেই আরও দেশের সাথে কথা বার্তা বলছে। গত কয়েকদিন আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন এই বিষয় নিয়ে জানিয়েছেন, যে আগামীতে ইউ পি আই, সাথে রুপে নিয়ে ইতিবাচক খবর পাওয়া যাবে।