সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগামীকাল রাত ১০ টা থেকে পুরোপুরি ব’ন্ধ, জানুন বি’শ’দে

আগামীকাল শুক্রবার রাত 10 টা থেকে পুরোপুরি বন্ধ থাকবে পাক স্টিট ফ্লাইওভার। আগামী 11 জানুয়ারি ভোর 6 টা পর্যন্ত ওই ফ্লাইওভার পুরোপুরি বন্ধ থাকবে। বিকল্প পথ হিসেবে জহরলাল নেহেরু রোড ব্যবহার করা যাবে। ফ্লাইওভারের ভার বহন ক্ষমতা পরীক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালে এই উড়ালপুল তৈরি হয়েছিল। এর মধ্যে একাধিক ছোট রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে উড়ালপুলটিতে। যদিও বড় কোনও সমস্যা সামনে আসেনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই উড়ালপুল বন্ধ রাখার জন্য যানচলাচলের উপর পড়বে বড় প্রভাব। গাড়ি এক্সাইড মোড়ের দিকে যাওয়ার গাড়িগুলি জহরলাল নেহরু রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তবে সাধারণ মানুষ বিশেষ করে অফিস যাত্রীদের যাতে সমস্যা না হয় তার জন্য।

জানা গিয়েছে, শহরের সমস্ত গুরুত্বপূর্ণ উড়ালপুল এবং সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার পর একটি বিস্তারিত রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া হবে। এই উড়ালপুলগুলি কতটা ভার বহনে সক্ষম, তাদের স্বাস্থ্যে বড় কোনও ক্ষতি হয়েছে কিনা, এই সম্পর্কিত বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে রিপোর্টে।