সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লেনদেন করার সময় আর পিনের দরকার হ’বে না, ন’য়া ফি’চা’র আনছে Paytm-PhonePe

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের ক্ষমতায় আসার পর থেকেই ডিজিটাল লেনদেনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিচিত নন এমন মানুষ বোধহয় দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। তবে এবার যারা ডিজিটাল ইউপিআই কোড দিয়ে লেনদেন করেন তাদের জন্য একটা সুখবর।

খুচরো লেনদেনের ক্ষেত্রে প্রয়োজন হবে না ইউপিআই পিন। Paytm ও ফোন পে থেকে খুব সহজেই পিন ছাড়া কম পরিমাণের অর্থ লেনদেন করা যাবে। আর এর জন্য যে নতুন অ্যাপ হাজির হয়েছে তার নাম ইউপিআই লাইট। ২০২২ সালে ইউপিআই লাইট নিয়ে হাজির হয়েছিল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া।

আর এবার সেই অ্যাপকে মোবাইলের অ্যাপ হিসেবে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছে এই কথা। নতুন এই ফিচারে দুশো টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন করতে কোনরকম পিন দিতে হবে না। কম অংকের লেনদেন প্রক্রিয়া যাতে আরও সহজতর হতে পারে তার জন্য ২০২২ সালে এই নতুন সিস্টেম চালু করা।

আরো খবর: বি’য়ে’র পর কিয়ারা-সিদ্ধার্থর স’ম্প’র্ক কেমন থাকবে? হ্যাপি এন্ডিং না বি’চ্ছে’দ? দুজনের রাশি কি বলছে?

এই প্রথম কোন জনপ্রিয় মোবাইল পেমেন্ট অ্যাপ সেই পরিষেবা ব্যবহার করতে পারবে। শুধুমাত্র ভীম ইউপিআই অ্যাপ থেকে ইউপিআই লাইট ফিচার ব্যবহার করা যায়। তবে এবার ফোন পে এবং পেটিএম এর ক্ষেত্রেও এই ব্যবস্থা আসতে চলেছে।

কিভাবে করবেন ট্রানজেকশন? ইউপিআই পেমেন্ট ব্যবহার করুন এরপর সেখানকার হোমপেজে গিয়ে ইউপিআই লাইট এনাবেল করার অপশন দেখা যাবে। ব্যবহারের যাবতীয় শর্তাবলী মেনে নিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে নিন।

এরপর ইউপিআই পিন দিয়ে ইউ পি আই ওয়ালেটে টাকা রেখে সেখান থেকে সহজেই লেনদেন করতে পারবেন। পেমেন্ট অ্যাপ ওপেন করে যে কোন qr code স্ক্যান করতে পারবেন।

২০০ টাকার কম লেনদেন করতে চাইলে দরকার হবে না কোন পিন। দেশের বৃহত্তম ইউপিআই পেমেন্ট অ্যাপ হলেও ফোন পে। খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা আসলে অনেকটাই সুরাহা হবে বলে মনে করছে ওয়াকিবহালমহল।