Home অফবিট স্ব’প্নে কি এসব জিনিস দেখেছেন সম্প্রতি? তাহলে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা প্র’ব’ল!

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্ব’প্নে কি এসব জিনিস দেখেছেন সম্প্রতি? তাহলে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা প্র’ব’ল!

ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন না এমন মানুষ বোধহয় দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। স্বপ্ন দেখা মানুষের একটি সহজাত প্রবৃত্তি। তবে কিছু মানুষের ভালো আবার কিছু মানুষের খারাপ স্বপ্ন আসে। কিন্তু জানেন কি স্বপ্নের রয়েছে বিভিন্ন ব্যাখ্যা। রাত্রে আপনি যে স্বপ্ন দেখেন তার পিছনে রয়েছে কিছু কারণ। কোন স্বপ্ন শুভ সংকেত আবার কোনটা অশুভ সংকেতের বার্তা বয়ে আনে। তবে কিছু কিছু স্বপ্ন দেখলে আপনার অর্থ ভাগ্য খুলে যাবে।

জ্যোতিষ শাস্ত্র অন্তত তাই বলে। তাছাড়া ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে দেখা স্বপ্ন সত্যি হয়। ওই সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই ধরনের স্বপ্ন নাকি ভবিষ্যৎ ব্যাখ্যা করে। জানেন কোন কোন স্বপ্ন দেখলে আপনি কোটিপতি হতে পারেন। স্বপ্নে জ্বলন্ত প্রদীপ দেখা ভালো বলে গণ্য করা হয়। স্বপ্ন বিজ্ঞান জানাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে। এমনকি জ্ঞানের ভান্ডার বাড়তে পারে। এই স্বপ্ন দেখলে মানুষ বিশেষ লাভবান হয়ে থাকেন।

গোলাপ ফুল, গোলাপ মাত্রই সকলের প্রিয়। আর এই গোলাপ দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল। স্বপ্নে গোলাপ ফুল দেখার অর্থ দেবী আপনার প্রতি সুপ্রসন্ন। তিনি আপনাকে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করবেন। এছাড়া স্বপ্নে গোলাপ দেখা মানে জীবনে প্রেমের নতুন সঞ্চার ঘটতে পারে। স্বপ্নে ভাঙা দাঁত দেখলে তা অত্যন্ত ফলপ্রসূ বলে গণ্য হয়। ভাঙা দাঁত মানেই নতুন সুযোগ আসতে চলেছে আপনার কাছে।। পৈত্রিক সম্পত্তি লাভ করতে পারেন।

আরো খবর: ওষুধ কি দি’য়ে খাওয়া দরকার? জল না দুধ?

স্বপ্নে কানের দুল দেখলে তা অত্যন্ত শুভ। এই ধরনের স্বপ্ন বোঝাই ভবিষ্যতে আপনি আর্থিকভাবে লাভবান হতে চলেছেন। সোনার কানের দুলের স্বপ্ন দেখলে তা অতিরিক্ত লাভ দায়ক বলে গণ্য করা হয়।। কোন গচ্ছিতধন বা লুকোনো অর্থের সন্ধান পেয়েছেন স্বপ্নে? তবে আপনার জন্য আসতে চলেছে শুভ সময়। নতুন কোন চাকরি পেতে পারেন।

সমাজে মান সম্মান প্রতিপত্তি বাড়তে পারে। স্বপ্নে সোনা দেখা মানে আপনার সামনে সোনালী ভবিষ্যৎ। এই জাতীয় স্বপ্ন প্রমাণ করে আপনি ব্যবসায় বিশেষ লাভ করতে পারেন। সোনা লক্ষী দেবীর প্রিয় ধাতু। সোনা দেখা মানে ঈশ্বর আপনাকে দুই হাত ভরে দান করবেন।