সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ওষুধ কি দি’য়ে খাওয়া দরকার? জল না দুধ?

নানান রকম রোগ ব্যাধিতে জর্জরিত মানুষের জীবন। সকাল বিকাল ওষুধ খান না এমন মানুষ হাতে গোনা। শরীরের যে কোন রোগের উপশমের জন্য একমাত্র চাবিকাঠি হল ওষুধ। ডাক্তারের কাছে গেলেই মেলে গাদা গাদা ওষুধ। মাথায় যন্ত্রণা থেকে পায়ের ব্যথা সবকিছুতেই উপশম ওষুধ। এই ওষুধ খাওয়ার বিভিন্ন নিয়মাবলী আছে। তবে বেশিরভাগ ওষুধ কোনটা জলে গোলে কোনটা আবার জল দিয়ে গিলে খেতে হয়। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে ওষুধ কি খাব জলে না দুধে! বা দুধের সঙ্গে ঔষধ খেলে কি বেশি উপকার হয়? সেইসব প্রশ্নের উত্তর দিতেই আজকের প্রতিবেদন।

অনেকে আবার ভাবেন ফ্রিজের জল বা চা দিয়ে ওষুধ খেলে তা নাকি বিষের সমান। কিন্তু কি বলছেন বিশেষজ্ঞরা? ঠিকই তাই ওষুধ ফ্রিজের জল বা চা দিয়ে খেলে তার কোন গুণাগুণ পাওয়া যায় না। এমন কি দুধ দিয়েও ওষুধ খাওয়া চলে না। দুধে প্রচুর পরিমাণে প্রোটিন থাকায় তা ওষুধের সঙ্গে এক বিশেষ রাসায়নিক বিক্রিয়া করে।

যা ওষুধের সমস্ত গুণ নষ্ট করে ফেলে। দুধের সঙ্গে ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক। এমনকি এন্টিবায়োটিক ওষুধও দুধের সঙ্গে খাওয়া উচিত নয়। ওষুধ খাওয়ার সঠিক উপায় হালকা গরম জল। ইসদুষ্ণ গরম জলে ওষুধ খাওয়া যেতে পারে। তবে অনেক সময় সাধারণ জলে ওষুধ খাওয়া যায়। চা দিয়ে ওষুধ খাওয়া একেবারেই উচিত নয়।

আরো খবর: অংকে ডাহা ফে’ল! অন্য বিষয়েও পঞ্চম শ্রেণীর পরীক্ষায় ল’জ্জা’জ’ন’ক নম্বর অধিকাংশ ব্রিটিশ এমপি-দের

চিকিৎসকরা মনে করেন দুধের সঙ্গে ওষুধ খাওয়া স্বাস্থ্যের জন্য হানিকারক। কেউ কেউ ভাবেন টনিক জাতীয় ওষুধ জলের সঙ্গে খেলে তা দ্রবীভূত হয় না। এই ধারণা একেবারে ভুল। বড়ী হোক বার টনিক ওষুধ খান জল দিয়ে। তবে মনে রাখবেন সেই জল যেন বিশুদ্ধ এবং পরিশ্রুত হয়।