সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অংকে ডাহা ফে’ল! অন্য বিষয়েও পঞ্চম শ্রেণীর পরীক্ষায় ল’জ্জা’জ’ন’ক নম্বর অধিকাংশ ব্রিটিশ এমপি-দের

কথায় বলে অনভ্যাসে বিদ্যা নষ্ট। সেই কথাই এবার হাতেনাতে প্রমাণিত হলো ইংল্যান্ডে। ইংল্যান্ডে ব্রিটিশ এমপিদের জন্য একটি মক টেস্টের আয়োজন করা হয়েছিল। সেই মক টেস্টে ফাইভ সিক্সের অংক কষতে গিয়ে রীতিমতো কাল ঘাম ছুটে গেল। এমন কঠিন পরীক্ষায় পাশ করেছেন মাত্র হাতে গোনা কয়েকজন। এদিকে তারা সকলেই ব্রিটিশ এমপি। শুধু অংক নয়, ইংরেজি পরীক্ষাতেও হাবুডুবু খেয়েছেন ৫০ শতাংশের বেশি এমপি।

কেউ কেউ আবার টেনেটুনে পাশ নম্বর টুকু জোগাড় করেছেন। যা দেখে রীতিমতো হাস্যকর অবস্থা ইংল্যান্ডে। ব্রিটিশ এমপিদের কার কতটা জ্ঞান রয়েছে তা বিচার করবার জন্যই একটি মক টেস্টের আয়োজন করা হয়। যদিও কঠিন অংক নয় একেবারে সহজ জলভাত কিছু অংক নির্বাচন করা হয়েছিল এই টেস্টের জন্য।

কিন্তু সেই টেস্ট দিতেই যে নাকানিচোবানি খাবেন তাবর তাবর এমপিরা তা ভেবেই অবাক হয়ে গিয়েছেন সকলে। অংকে পাস করেছেন মাত্র ৪০ শতাংশ আর ইংরেজিতে সেই সংখ্যাটা ৫০। গোটা দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। লন্ডনের ওয়েস্ট মিনিস্টারে এই অপ্রয়োজনীয় পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষার নামকরণ করা হয় মোর দেন এ স্কোর। এর আগেও পাঁচবার এই পরীক্ষার আয়োজন করা হয়।

আরো খবর: ৪৫ বছর আ’গে ধ’রা মহাজাগতিক সংকেতের অ’র্থ জানতে স’ক্ষ’ম হলো বিজ্ঞানীরা! জানুন কি সেই ক’থা

এই পরীক্ষার আয়োজক সেদেশের শিক্ষা নির্বাচন কমিটির চেয়ারম্যান রবিন ওয়ার্কার। পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই অবাক সকলে। নম্বর দেখে রীতিমত ভিরমি খেয়েছেন দেশবাসী। যে দেশের মাতৃভাষা ইংরেজি তাদের ইংরেজি ব্যাকরণের অবস্থা দেখে মাথায় হাত পড়ে গিয়েছে তাদের। এমনকি বানান ও যতি চিহ্নে রয়েছে বিস্তর গরবর।

তবে শুধুমাত্র এমপিরাই নয় দেশের ছোটরাও এই পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের মধ্যে পাশের হার ৭০ ও ৭১ শতাংশ দুই বিষয়ে। আর এসব দেখে বিস্মিত হয়ে গিয়েছেন শিশুদের অভিভাবকরাও। যাদের হাতে দেশের চালিকাশক্তি তারাই কিনা ভুলে গিয়েছেন ইংরেজি অংক। ভাবা যায়