সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আধার কা’র্ডে’র স’ঙ্গে প্যান কা’র্ডে’র লিংক করেননি? চিন্তা নেই তাও বৈ’ধ থা’ক’বে প্যান কা’র্ড

আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণ জরুরি। কেন্দ্রীয় সরকার এই নিয়ে বহু নির্দেশিকা জারি করেছে। আধারের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ বাড়িয়েছে।

তা সত্ত্বেও যারা এখনো পর্যন্ত সংযুক্তিকরণের কাজটি করেননি তারা 31 শে মার্চের পর থেকেও এই কাজ করতে পারবেন। তবে তার জন্য তাদের অতিরিক্ত জরিমানা গুনতে হবে।

পয়লা এপ্রিলের পর থেকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ না থাকলে প্যান কার্ড অবৈধ বা নিষ্ক্রিয় হবে না। তবে জরিমানা দিয়ে প্যানের সঙ্গে আধার কার্ডের সংযোগ করা যাবে।

আরো পড়ুন: “দামে ক’ম খে’তে ভালো”, নীল রঙের আলু চাষ ক’রে সব কৃষকদের চ’ম’কে দিয়েছেন এই ব্যক্তি

পয়লা এপ্রিল থেকে তিন মাস পর্যন্ত টানা 500 টাকা দিতে হবে। এরপরেও যদি সংযোগ না করে থাকেন তাহলে পরে সংযোগ করতে গেলে হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের তরফ থেকে জানানো হয়েছে 2023 সালের 31 শে মার্চ পর্যন্ত আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ করা যাবে।

এরপর কেন্দ্রীয় সরকার আর মেয়াদ বাড়বে কিনা তা নিশ্চিত নয়। কাজেই 31 শে মার্চের পর যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করতে চান সে ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে।