সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’য়া’ত হলেন দেবশ্রী রায়ের মা, শো’কে’র ছা’য়া রানী মুখার্জির পরিবারে

কোনো মানুষই সারাজীবন বেঁচে থাকে না। সময় হলে সবাইকেই একদিন চলে যেতে হয়। একথা আমরা সবাই জানলেও মনকে মানতে পারি না। কাছের মানুষের চলে যাওয়া প্রতিটা মানুষের কাছেই কষ্টকর। আর সেরকমই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তাঁর মা আরতি দেবী। বয়স হয়েছিল ৯২ বছর। বেশ কিছুদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। অন্যান্য সমস্যা ছিল না তার। মাঝে করে একদিন পরে গিয়ে মাথায় চোট পান। মাথা ফেটে গিয়েছিল তার। অনেকটা রক্ত বেরিয়ে যায়। এই সব কিছুই সংবামাধ্যমে জানান অভিনেত্রী। এর পর থেকেই অসুস্থতায় ভুগছিলেন তিনি। লাস্ট কিছুদিন দেবশ্রীর দিদির বাড়িতেই ছিলেন তাদের মা।

সেখানেই তার চিকিৎসা চলছিল। সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হলে দেবশ্রীর সাথে, তিনি আবেগঘন হয়ে বলেন, ‘‘বুঝতেই পারিনি, মা কখন চলে গেলেন। মায়ের জন্যেই আমার অভিনেত্রী হয়ে ওঠা। মা ছাড়া তো আমার কোনও অভিপ্রায় ছিল না অভিনেত্রী হওয়ার। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া মায়ের বিশেষ কোনও রোগ ছিল না।

আরো পড়ুন: কোলেস্টেরল ও ডায়াবেটিসের জন্য বি’রা’ট উপ’কা’রী মেথি, কিন্তু খাওয়ার আ’স’ল প’দ্ধ’তি কী?

তিন মেয়ে পাশে ছিল, তাই খুব শান্তিতে গিয়েছেন মা।’’ তিনি আরো জানান যে, মার ইচ্ছে পূরণ করতেই তিনি অভিনেত্রী হয়েছিলেন। ছোটো থেকেই নাচ অভিনয় সব কিছুতেই তার মায়ের অবদান অনস্বীকার্য। কেরিয়ারের শুরু দিনগুলোয় আরতি দেবীর হাত ধরেই স্টুডিয়োপাড়ায় যেতেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী।

প্রসঙ্গত উল্লেখ্য আরতি দেবীর মেয়ে, দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের মেয়ে বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তবে পরিবার সূত্রে খবর, তিনি শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে আসতে পারছেন না বলে জানা গিয়েছে।