সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১৮০ কে’জি ওজনের এই ব্যক্তির প্রতিদিন দরকার হয় ২ কে’জি মাটন ও ৮০ টি রুটি!

পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে এবং বিভিন্ন ধরনের মানুষ যেহেতু আছে সেহেতু তাদের আচার-আচরণ কার্যকলাপ খাওয়া-দাওয়া সমস্তকিছুই আলাদা।

কেউ বেশি কেউ কম কেউ বেশি হাঁটতে পারে তো কেউ হাঁটতে পারে না, কেউ লম্বা, কেউ ফর্সা কেউ কালো সুতরাং একটা মানুষের সাথে আর এক জনের মিল একদমই থাকে না। প্রত্যেকটি মানুষের শরীর এবং মন যেমন আলাদা হয় তেমনি তাদের আচার-আচরণ ও হয় নানান রকমের।

কেউ ভালো খাবার খেতে পছন্দ করে ক্ষেত্রে কেউ রাস্তার খাবার খেতে পছন্দ করেন, অনেকে এমন আছে যে দিনে মাত্র একবার খায় আবার অনেকে এমন আছে যে দিনে তিন-চারবার করে খেতে খুব ভালোবাসে।

আরো পড়ুন: এবার আচার্য মুখ্যমন্ত্রী, বি’ল পাশ হ’লো বিধানসভায়

প্রচুর পরিমাণে খায় যারা তাদের ওজন বাড়বে এটা স্বাভাবিক কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জিনগত ব্যাপার মানুষ না খেলেও তার ওজন ক্রমাগত বাড়তে থাকে, মিডিয়ায় একটি ব্যক্তিকে নিয়ে উঠে এসেছে একটি।

এই ব্যক্তি ইটিং ডিজঅর্ডারের শিকার হয়েছেন তার ওজন ১৮০ কেজি, একটি সংবাদমাধ্যমের সঙ্গে এই ব্যক্তির সাক্ষাৎকার হয় এবং তিনি তার জীবনের যা সমস্যা ওজন সংক্রান্ত সব কথা বলেন।

বিহারের কাটিহারের ঘটনা এই ব্যক্তির নাম মোহাম্মদ রফিক আদনান বয়স ৩০ বছর। এটি সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মোহাম্মদ রফিক জানিয়েছেন, তার বাবা গুদামে কাজ করতেন এবং তারা ১০ ভাইবোন।

সব থেকে ছোট যখন তিনি, রফিকের বয়স তখন ১৫ তখন তার ওজন ছিল ৮০ কেজি, এরপরে যত বয়স বাড়তে থাকে ততই তার ক্ষিদের পরিমাণ বাড়তে থাকে এবং তার ফলে বাড়তে থাকে ওজন।

বর্তমানে তার বয়স ১৮০ কেজি এবং প্রত্যেক দিন রুটি খান দু কেজি তিন কেজি চালের ভাত, খান এবং ১ থেকে ২ কেজি মাংস।

এ বিষয়ে মুম্বাইয়ের ফরটিস হাসপাতালে কনসালটেন্টস সাইক্রিয়াটিস্ট ডাক্তার ফ্যাবিয়ান আহমেদ জানিয়েছেন, এটি হলো ইটিং ডিজঅর্ডার এর ব্যাধি, এই রোগে মানুষ যা খাবার খাওয়া উচিত তার থেকে অনেক বেশি খানি যার ফলে ক্রমাগত ওজন বাড়তে থাকে।