সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মা’ঝ আ’কা’শে আবার’ও বড়’সড় বি’প’দে’র মু’খে প’ড়’লো স্পাইস’জেটের যা’ত্রী’বা’হী বি’মা’ন

মাঝ আকাশে বড়সড় বিপদের মুখে পড়লো স্পাইসজেটের যাত্রীবাহী বিমান

অন্ডালগামী উড়ানে ফের বিপত্তি। সেই স্পাইসজেটের বিমানেই আরও একবার সমস্যা হল। রবিবারের এয়ার টার্বুলেন্স বিপত্তির পর সোমবার ফের ইঞ্জিন সমস্যার জন্য অন্ডালে অবতরণ করতে না পেরে বিমান ফিরল চেন্নাই-এ। জানা গিয়েছে, চেন্নাই-অন্ডাল SpiceJet Boeing B737-8 Max aircraft VT-MXA বিমানের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় মাঝ আকাশ থেকেই ফিরল বিমান।

শুধু তাই নয়, চেন্নাই থেকে অন্ডালের উদ্দেশে রওনা হওয়ার সময় বিমানটি নির্ধারিত সময়ের থেকে প্রায় সাড়ে ছয় ঘণ্টা লেট ছিল। রবিবার ঝোড়ো আবহাওয়ার জেরে বড়সড় বিপদের মুখে পড়ে মুম্বই অন্ডালগামী স্পাইসজেটের যাত্রীবাহী বিমান। এয়ার টার্বুলেন্সের জেরে অবতরণের সময় মারাত্মক আহত হন যাত্রীরা। বিমানটিতে সেসময় ছিলেন ১৮৫ জন যাত্রী।

তার মধ্যে ৪০ যাত্রী আঘাত পান। গুরুতর আহত হন ১৭ জন যাত্রী। তাদের মধ্যে দুজন এখন আইসিইউ-তে চিকিৎসাধীন। নামার সময়ও খারাপ আবহাওয়ার বিমানটি জেরে সাংঘাতিক ঝাঁকুনি খায়।

অবতরণের সময় ঝাঁকুনি এতটা তীব্র ছিল যে যাত্রীরা সেফটি বেল্ট ছিঁড়ে ছিটকে পড়েন। কারও মাথা ফাটে, কারও হাত ভেঙেছে। আহতদের চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে।