সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মৃ’ত্যু’র য’ন্ত্র “ডক্টর ডেথ”, এই দেশে বৈ’ধ’তা পাওয়ার জন্য প্র’চা’র করছেন আবিষ্কারক

স্কটল্যান্ডে মানুষ চাইছেন সেখানে স্বেচ্ছামৃত্যু এবং আত্মহত্যাকে বৈধতা দেওয়া হোক। ‘ডক্টর ডেথ’ নামক কফিন আকারের যন্ত্রের ভিতর প্রবেশ করলে ১০ মিনিটেই মৃত্যু। থাকবে না কোনও মৃত্যুযন্ত্রণা।

সেই যন্ত্র, যার নাম ‘সার্কো’-কে এ বার অনুমোদন দেওয়া হোক স্কটল্যান্ডেও। চাইছেন যন্ত্রের নির্মাণকারী সংস্থার প্রধান ফিলিপ নিটশে। যাঁকে বলা হয় ‘ডক্টর ডেথ’। এই নিয়ে প্রচারও চালাচ্ছেন তিনি। নিটশের ইচ্ছা, স্কটল্যান্ডে আনা হোক এই যন্ত্র। জনসাধারণের ব্যবহারের উদ্দেশ্যে।

তাঁর দাবি, এতে উপকার হবে সেই সব মানুষের, যাঁরা মরতে চান। কিন্তু যন্ত্রণার ভয়ে ওই পথে হাঁটতে পারছেন না। মৃত্যুর প্রত্যাশায় যন্ত্রের মধ্যে প্রবেশ করার এক মিনিটের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন সেই ব্যক্তি। ১০ মিনিটে মৃত্যু অবধারিত।

আরো পড়ুন: শনির সাড়েসাতির প্র’ভা’বে ৪ রা’শি’র জীবন বিপ’র্য’স্ত হবে ২০২৫ পর্যন্ত! আপনার কি রা’শি?

ইতিমধ্যে স্কটল্যান্ডের লিবারেল ডেমোক্র্যাটিক এমপি লিয়াম ম্যাকআর্থারকেও চিঠি দিয়েছেন নিটশে। লিয়াম সে দেশে সাহায্য নিয়ে আত্মহত্যাকে বৈধতা দেওয়ার জন্য বিল আনার পক্ষে সওয়াল করছেন।

নিটশে অনুরোধ করেন, স্কটল্যান্ডের পার্লামেন্টে যে বিল আনা হচ্ছে, তাতে তাঁর সংস্থার তৈরি যন্ত্রের কথাও থাকুক। চাইলে যাতে ইচ্ছুকরা ওই যন্ত্রের মাধ্যমে মৃত্যুর পথ বেছে নিতে পারেন, সে কথার উল্লেখ থাকুক বিলে।

যদিও বামপন্থীরা স্কটল্যান্ডের পার্লামেন্টে আনা এই বিলের বিরোধিতা করেছেন। নিটশের সংস্থার তৈরি মৃত্যু-যন্ত্রেরও বিরোধিতা করেছেন। ওই দেশের বামপন্থী তাদের দাবি, দেশের সাধারণ মানুষ এতে ‘আতঙ্কিত’ হয়ে পড়বেন। এই দাবি অবশ্য মানতে চাননি নিটশে।