সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাবা লালুকে নিজের কিডনি উপহার মেয়ে রোহিনীর, দিলেন বি’রা’ট বা’র্তা

নিজের কিডনি দিয়ে নব জীবন দান করবেন নিজের বাবাকে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন লালু প্রসাদ যাদবের মেজ মেয়ে রোহিনী। দীর্ঘদিন ধরেই রেলের প্রাক্তন রেলমন্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব কিডনির সমস্যায় ভুগছিলেন। বহুদিন ধরেই তার চিকিৎসা চলছে। এই বিষয়ে সিঙ্গাপুরে গিয়ে সেখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

সিঙ্গাপুরেই লালু প্রসাদ যাদবের মেজ মেয়ে রোহিনী থাকেন। রোহিনীর উদ্যোগেই সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেছিলেন লালু প্রসাদ যাদব। অবশেষে লালু প্রসাদ যাদবের মেজ মেয়ে রোহিনী ঠিক করেছেন যে বাবাকে তিনি নিজের কিডনি দেবেন। কিন্তু মেয়ের এরকম সিদ্ধান্ত কিছুতেই মেনে নেননি লালু প্রসাদ যাদব।

অবশেষে মেয়ে রোহিনী রীতিমতো পরিসংখ্যা নিয়ে লালু প্রসাদ যাদবকে বুঝিয়েছেন যে, পরিবারের একজনের কিডনি যদি তার দেহে প্রতিস্থাপন করা হয় তবে সাফল্যর সম্ভাবনা থাকে। শেষ পর্যন্ত মেয়ের সিদ্ধান্তের কাছেই বাবা নত হয়েছেন। বাবাকে রাজি করিয়েছেন রোহিনী এরপর রোহিনীর বক্তব্য যে,” তিনি অত্যন্ত ভাগ্যবান বলে নিজেকে মনে করছেন যে বাবার জন্য তিনি কিছু করতে পারছেন এবং এই রকম করতে পারার জন্যই তিনি গর্ববোধ করছেন।”

আরো পড়ুন: বাথরুমে কি খা’লি বালতি রে’খে আসছেন? হতে পারে বি’প’দ!

কিডনির সমস্যায় সম্প্রতি লালু প্রসাদ যাদব দিল্লির এইমসে ভর্তি ছিলেন এবং সেখানেই চিকিৎসকরা লালু প্রসাদ যাদব কে নতুন করে কিডনি প্রতিস্থাপনের কথা বলেননি, কিন্তু অন্যদিকে সিঙ্গাপুরে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পরেই সেখানকার চিকিৎসকরা জানান কিডনি প্রতিস্থাপনের কথা। সেই অনুযায়ী নভেম্বর মাসেই লালু প্রসাদ যাদব সিঙ্গাপুরে যাবেন এবং সেখানেই তাঁর কিডনি প্রতিস্থাপন করা হবে।