সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাথরুমে কি খা’লি বালতি রে’খে আসছেন? হতে পারে বি’প’দ!

অনেকেই আছেন যারা বাড়ির মধ্যে ঠাকুর ঘর থেকে শোয়ার ঘর কোনদিকে শুভ আর কোনদিকে অশুভ সব নিয়েই বাস্তু শাস্ত্র মতে ঠিক করে থাকেন বা সেভাবেই বানান। কিন্তু বাস্তু শাস্ত্র বলছে বাড়ির মধ্যে থাকা বাথরুমটাও সমান গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানের কাজ কর্মে ত্রুটি থাকলেও পরিবারে অনেক অকল্যাণ হয়। আসুন জেনে নেওয়া যাক বাথরুমে কি কি করণীয় রয়েছে।

১. বাথরুমে বালতি কখনোই ফাঁকা রাখা উচিত নয়। এতে সংসারে আর্থিক সমস্যা হয়ে থাকে। তাই বালতি এক ভর্তি রাখুন নয়তো বালতি উপুড় করে রাখুন।

২. বাথরুম ব্যবহার করা হয়ে গেলে কমোডের ঢাকনা অবশ্যই বন্ধ রাখা উচিত। এতে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করতে পারবে না।

৩.বাথরুমের আয়নার পাশে বা সাবান রাখার জায়গায় এক টাকার কয়েন রাখুন। দেখবেন এতে লক্ষ্মীলাভ হবে।

আরো পড়ুন: চন্দ্রগ্রহণের পর এই ৯ রাশির লোকেরা এক মাস খু’ব সা’ব’ধা’নে থাকুন

৪. বাথরুমে পারলে একটা কি দুটো ইন্ডোর প্লান্ট রাখুন। এতে বাথরুমের লুক যেমন সতেজ থাকবে। তেমনি বাস্তুশাস্ত্রমতে বাথরুমেও পজিটিভ ভাইবস বজায় থাকবে। এক্ষেত্রে একটি কাচের শিশিতে মানি প্লান্ট রাখতে পারেন।

৫. বাথরুম পরিষ্কারের জন্য অনেকেই ঝাঁটা ব্যাবহার করার পর ভিতরেই রেখে দেন। কিন্তু ভিতরে কখনই ঝাঁটা রাখবেন না। এতে অশুভ শক্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই বাথরুম পরিষ্কার করার জিনিসপত্র, বাথরুমের বাইরেই রাখুন।

৬. বাথরুম এর দরজা বেশিরভাগ সময়ই আমরা বন্ধ করতে ভুলে যাই। কিন্তু এটি খুবই খারাপ প্রভাব ফেলে সংসারে। তাই সব সময় বাথরুমের দরজা বন্ধ রাখবেন।

৭. বাথরুমে সব সময়ই সাদা রঙের আলো ব্যবহার করুন। এতে বাথরুমের লুক উজ্জ্বল থাকবে। সঙ্গে বাথরুমের পরিবেশ স্বাস্থ্যকর হবে। বাথরুমে যেন রোদ হাওয়া খেলা করে এমন ব্যবস্থা রাখুন।

এগুলো মেনে চললে বাথরুমের বাস্তুও ঠিক থাকবে। সংসারে কোনো অকল্যাণ হবে না।