সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কা’বু’ল থে’কে বাগ’ডোগ’রা বিমান’বন্দরে এ’সে পৌ’ছা’ল দার্জিলিং এর বেশ কয়েক’জন বা’সি’ন্দা

কাবুল থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌছাল দার্জিলিং এর বেশ কয়েকজন বাসিন্দা

সোমবার আফগানিস্তানের কাবুল থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌছাল দার্জিলিং এর বেশ কয়েকজন। এরপর বাগডোগরা বিমানবন্দরে নেমে দার্জিলিং এর বাসিন্দা রাজেশ থাপা বলেন যে দেশে ফিরে খুব ভাল লাগছে।

কাবুলে নিরাপত্তা রক্ষীর কাজ করতাম। গতকাল সকালে আমাদের ভারতীয় সেনাবাহিনী সহযোগিতায় দেশে ফিরেছি। ওখানের পরিস্থিতি ততটা ঠিক নেই তবে সরকারের সহযোগিতায় আমরা ফিরলাম।

ঠিক সময়ে ফিরতে পেরেছি আর দেরি হলে মুশকিল হত। আর তালবানরা সরকার গঠন করতে অস্ত্র হাতে নিয়েছে এর জন্য সাধারণ মানুষ ভয়ে রয়েছে। এবং ওইখানকার মানুষ দেশ ছেড়ে পালিয়ে যেতে চায়।

এর পাশাপাশি তিনি আরও জানান যে কিভাবে আমাদের বের করা হয়েছে তা বলতে পারব না। তার কারণ ওখানে এখনও অনেক ভারতীয় আটকে আছে। আর ওই জায়গায় ওপেন গুলি চলছে ভয় তো লাগবেই।