সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনের ফাঁ’কা কামরায় কেঁ’দে চলেছে এক শিশু, রেল পুলিশ আসতেই উঠে এলো আসল ত’থ্য

অবোধ অসম এক্সপ্রেস জলপাইগুড়ি রোড স্টেশনে শনিবার সকালে কর্তব্যরত রেল সুরক্ষা বাহিনীর কর্মীরা দেখতে পান ট্রেনের কামড়ায় একা একটি শিশু কাঁদছে। শিশুটির চোখে মুখে অস্বাভাবিকতা লক্ষ করেন তারা।

এরপরেই কর্তব্যরত সুরক্ষা কর্মীরা শিশুটিকে ট্রেন থেকে নামিয়ে নেয়। পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, তার বাড়ি অসমে। আরপিএফ কর্মীরা এই তথ্য জানবার পর চাইল্ড লাইন কর্মীদের হাতে নাবালক শিশুকে তুলে দেন।

উদ্ধার হওয়া শিশুটি জানায় তাঁকে এক ব্যাক্তি কলকাতায় নিয়ে গিয়ে রেঞ্জার সাইকেল কিনে দেবে বলে তার হাতে পাঁচশ টাকা দেয়। এরপর তাঁকে নিয়ে ট্রেনে ওঠে। পরে দু’জনেই ঘুমিয়ে পড়েন।

এরপর ঘুম ভাঙার পর বাচ্চাটি আর ওই ব্যক্তিকে দেখতে না পেয়ে ভয়ে কান্নাকাটি জুড়ে দেয়। শিশুটি আরও জানায় তার বাবা নেই। সে তার পিসে মশাইয়ের বাড়িতে থাকে। তার মা অন্য এক যায়গায় কাজ করে।