সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্কুটি হি’ট ইতিমধ্যে! এবার ইলেকট্রিক গাড়ি বা’জা’রে আ’ন’ছে Ola, দেখুন ছবি

সম্প্রতি ভারতের বাজারে এসেছে ওলা ইলেক্ট্রিক স্কুটি। এবার সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে বাজারে ইলেকট্রিক চালিত চার চাকা গাড়ি আনার পরিকল্পনা চলছে। OLA এর কো-ফাউন্ডার ও CEO ভাবীশ আগরওয়াল জানিয়েছেন আগামী দুই বছরের মধ্যেই কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল প্রোজেক্টে প্রবেশ করতে চলেছে। ইলেকট্রিক চার চাকার গাড়ির জগতে এই সংস্থা আগামী দিনে ঝড় তুলবে। এমনটাই আশা করছেন কোম্পানির সিইও।

যদিও নিজেদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে এখনো কোনো তথ্য ফাঁস করেননি তিনি। ভারতের বাজারে টাটা, হুন্ডাই, মাহিন্দ্রা-র মতো সংস্থাগুলি বর্তমানে ইলেকট্রিক চার চাকার গাড়ি লঞ্চ করেছে। সুজুকিসহ অন্যান্য কোম্পানিও ইলেকট্রিক কার বাজারে আনছে বলে জানা যাচ্ছে। OLA CEO ভাবীশ আগরওয়াল জানিয়েছেন দুই বছর আগে পর্যন্ত তার কাছে কোনো গাড়ি ছিল না। বর্তমানে তার কাছে একটি হাইব্রিড গাড়ি রয়েছে।

2023 সালে আসবে OLA-র ইলেকট্রিক গাড়ি। তিনি আরো জানিয়েছেন, Ola Electric-এর বর্তমানে তামিলনাড়ুতে কৃষ্ণগিরি প্লান্ট তৈরির কাজ চলছে। কোম্পানি ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেল বানানোর জন্যও এই কেন্দ্রটি ব্যবহার করবে বলে জানানো হয়েছে। ভারতের বাজারে সম্প্রতি OLA e-scooter টি S1 ও S1 Pro নামের দুটি স্কুটি লঞ্চ করেছে সংশ্লিষ্ট সংস্থা।

Ola Unveils 'Flying Car', Pulls off Hilarious April Fool's Prank

S1 ভেরিয়েন্টের দাম 99,999 টাকা ধার্য করা হয়েছে এবং S1 Pro এর দাম 1,29,999 টাকা ধার্য করা হয়েছে। তবে গ্রাহক চাইলে EMI-তেও স্কুটি কিনতে পারেন। সব ব্যাঙ্কের EMI অপশন দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে।