সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিত্য খরচ বাড়লেও আ’য় বাড়েনি! টা’কা’র টানাটানি রু’খ’তে জাপানের কাকিবো প’দ্ধ’তি মে’নে চলুন

জাপানে কাকিবো পদ্ধতিতে সংসার খরচের হিসেব ও সঞ্চয় করা হলেও তা এখন প্রচারের দৌলতে বিশ্বের অনেক জায়গাতেই পরিচিতি। এই পদ্ধতি শতাধিক বছর আগে থেকে প্রচলিত।

জাপানি ভাষায় ‘কাকিবো’ শব্দের অর্থ সংসারের অর্থকরী হিসেবের বই। এই নামে একটি বই লেখেন ফুমিকা চাইবা নামে এক লেখিকা। সেটা বিংশ শতকের গোড়ার দিকে।

সেখানে গৃহিণীরা সংসারের খরচ কী ভাবে কমাবেন ও হিসেব রাখবেন তার পদ্ধতি বলা হয়েছিল। সেই সময়ে যে হেতু মূলত মহিলাদের হাতেই থাকত সংসার সামলানোর দায়িত্ব, তাই মেয়েদের কথা ভেবেই ফুমিকা বইটি লিখেছিলেন।

আরো পড়ুন: পুরানো স্মৃ’তি কি ফি’রে আসবে? কতটা প্র’ভা’ব প’ড়’বে দীঘায়?

ওই বই থেকেই জানা যায়, কাকিবো পদ্ধতি প্রথম তৈরি করেছিলেন হানি মোতোকো নামে জাপানের এক মহিলা সাংবাদিক।মোতোকোর লক্ষ্য ছিল, মেয়েরা যাতে খরচখরচা সামলে পরিবারের জন্য সঞ্চয় করতে পারেন।

এই পদ্ধতিতে মাসের গোড়াতেই প্রতিদিনের বা সাপ্তাহিক আয় ও ব্যয়ের একটা হিসাব করতে ফেলতে হবে। কোন খরচ করতেই হবে কোন খরচ না করলেও চলে এরও ভাগ রাখতে হবে। নিয়মিত খরচকে আবার খাবার, ওষুধ, পরিবহণ ইত্যাদি নানা ভাগে লিখতে হবে।

সেই সঙ্গেই লিখে ফেলতে হবে অবসরের সময়ের জন্য বাধ্যতামূলক সঞ্চয়ের খরচ। মাসের গোড়ায় এই সব খরচকে মোট আয় থেকে বাদ দিতে হবে।

আরো পড়ুন: মেয়ের বি’য়ে’র জন্য ঋণ, শো’ধ করতে ধা’র করে IPL-এ জু’য়া খে’লে সব হারিয়ে আ’ত্ম’ঘা’তী মা ও ছেলে

কাকিবো পদ্ধতিতে শুধু খরচের হিসেবই নয়, সঞ্চয় বাড়ানোর পদ্ধতিও রয়েছে। যাঁরা এই পদ্ধতি মানেন তাঁরা শুরুতেই অপ্রয়োজনীয় খরচকে আলাদা করে ফেলেন।

এর পরে চেষ্টা করেন সেগুলিকে নিয়ন্ত্রণ করার। সম্ভব হলে এড়িয়ে চলা। সেই কারণে মাসের গোড়াতেই কতটা সঞ্চয় করতে চান সেটা লিখে তার পরে খরচের পরিকল্পনা করতে হয় কাকিবো পদ্ধতিতে।