সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার নবম-দশমে নি’য়ো’গ দু’র্নী’তি মা’ম’লা’য় ED-কে যুক্ত হওয়ার নি’র্দে’শ জাস্টিস গঙ্গোপাধ্যায়ের

নবম দশম শ্রেণীতে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এবার বড়সড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নবম দশম শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে যুক্ত করার নির্দেশ দিলেন তিনি। বুধবার নবম দশম নিয়োগ মামলার শুনানিতে তিনি এই নির্দেশ প্রদান করেছেন। এই ঘটনা নিয়োগ ইতিহাসে এই প্রথম ঘটলো। কোন নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে যুক্ত করার নির্দেশ দিল আদালত।

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত এর আগে গ্রহণ করেছিল আরেক তদন্তকারী সংস্থা সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতির জট যেন পিয়াজের খোসার মত। আর সেই পেঁয়াজের খোসার জট খুলতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। প্রথমেই উঠে এসেছে বড় রকমের আর্থিক লেনদেনের ঘটনা। তারপরেই টাকার বিনিময়ে ভুয়ো নিয়োগ পত্রের ঘটনা।

একে একে শ্রী ঘরে ঢুকেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। আদালতে এর আগেই সিরিয়াল এই সংক্রান্ত নানান নথি পেশ করেছে।এবার অবৈধ আর্থিক লেনদেনের বিষয়টি আরো ভালো করে খতিয়ে দেখার জন্য ইডিকে হাতিয়ার করবার নির্দেশ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরো খবর: ম’দে’র বিজনেসে নামছেন শাহরুখ পুত্র, নি’জে’র ব্যবসা নি’য়ে মু’খ খুললেন আরিয়ান

এর পাশাপাশি ১০২ জন চাকরিপ্রার্থীকে কাউন্সিলিং করিয়ে তাদের নিয়োগপত্র দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ২১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করবার কাজ করতে হবে। যে ৯৫২ জন চাকরি প্রাপকের উত্তরপত্র জমা নিয়েছিল সিবিআই তা মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত প্রাথমিক ও স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছে সিবিআই। এবার তার সঙ্গে সংযোজিত হলো ইডির নাম।