সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টাইটানিক জাহাজের শেষ জী’বি’ত যাত্রী ছিলেন ভারতের বাসিন্দা! এতদিন পর প্র’কা’শ্যে অজানা ত’থ্য

আপনি কি জানেন, ভারতের বাসিন্দা ছিলেন ডুবন্ত টাইটানিকের শেষ জীবিত যাত্রীদ। ভারতের নাগরিক না হলেও এখানেই রুথ বেকারের জন্ম হয়েছিল।

তিনি এ দেশেই বড় হয়ে উঠেছিলেন তিনি। রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে টাইটানিক জাহাজের শেষ জীবিত যাত্রীর সঙ্গে ভারতের যোগসূত্রের এই খবর প্রকাশ্যে আসতেই।

সম্প্রতি এই তথ্য টাইটানিক হিস্ট্রি সোসাইটির একজন ইতিহাসবিদ ডন লিঞ্চ প্রকাশ্যে আনেন। ১৯৭৫ সালে তিনি প্রথম রুথ বেকারের পরিচয় পান।

আরো পড়ুন: এমন অসুখ মনে হয় বিশ্বে প্রথম! ‘অ’ন্ড’কো’ষ’ থেকে অনবরত বাঁশির ম’তো শব্দ বে’র হয়েই চলছে বৃদ্ধের

১৯১২ সালের ১৪ এপ্রিল ডুবন্ত টাইটানিকেই ছিলেন ১২ বছরের রুথ। রুথ বরাতজোরে সেই ভয়াবহ দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে ফেরেন। ১৯৯০ সালে ৯০ বছর বয়সে প্রয়াত রুথ বেকার।

ইতিহাসবিদ ডন লিঞ্চ বলেন, রুথই ছিলেন টাইটানিকের শেষ জীবিত যাত্রী যার সঙ্গে ভারতের দৃঢ় যোগসূত্র ছিল। আদতে আমেরিকান হলেও ভারতেই বেড়ে ওঠেন তিনি।

প্রথম থেকে শেষ পর্যন্ত টাইটানিক দুর্ঘটনার গোটা ঘটনা বর্ণনা করতেন তিনি। কী ভাবে ধীরে ধীরে অত বড় জাহাজে চোখের পলকে ডুবে গিয়েছিল, তার আখোঁ দেখা হাল বলতেন রুথ।