সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাঝরাতে শপিং মলে কেনাকাটা করতে ভি’ড় উ’প’চে পড়লো, কিন্তু কেন?

মাঝরাতে সবথেকে বড় ছাড়ের সুযোগ পাওয়াতে কেনাকাটা করতে শপিংমলে ক্রেতাদের ভিড় রীতিমতো উপচে পড়ে। এই ঘটনাটি ঘটেছে কেরালার লুলু ইন্টারন্যাশনাল শপিংমলে।

কোচি এবং তিরুবনন্তপুরমের দুটি আউটলেটে রাতঘর কেনাকাটার ব্যবস্থা করা হয় গ্রাহকদের জন্য। এদিকে মাঝরাতে কেনাকাটা করার যে ভিড়ের ছবি সামনে এসেছে তা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

আসলে ঐ সংস্থার তরফ থেকে মাঝরাতে কেনাকাটা কতটা সাড়া মেলে সেটা পরীক্ষা করে দেখতে চাওয়া হয়েছিল। গান-বাজনা মজার উপকরণ দিয়ে মাঝরাতে প্রোগ্রাম সাজানো হয়েছিল।

আরো পড়ুন: টা’কা’র কো’নো ভ্যালু নেই জিম্বাবোয়েতে, দেশ চা’লা’তে সোনার মুদ্রা চা’লু করলো সেদেশের সরকার

এবার দেখা যায় শপিং মলের বাইরে তুমুল ভিড়।  রাত যত গভীর হয়েছে শপিং মলের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে চলমান সিড়ি, লবি ও কাউন্টারে একেবারে বাদুড় ঝোলার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

নিরাপত্তা রক্ষীরা সামাল দেওয়ার চেষ্টা করলেও সামাল দিতে পারছেন না। মাঝরাতে কেনাকাটায় ডিসকাউন্ট দেওয়া হয়েছিল। বাচ্চা থেকে বুড়ো দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে কেনাকাটা করেছেন এই ভিড়ের মধ্যে। প্রচন্ড ভিড়ের মধ্যে অনেকে হামাগুড়ি দিয়ে আউটলেটে ঢুকে কেনাকাটা করতে গিয়েছিলেন।