সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Credit Card-Bank locker: ১ জানুয়ারি থেকেই নতুন নি’য়’ম চা’লু, জানুন বি’শ’দে

নতুন বছরে ব্যাংকের ক্ষেত্রে নানান পরিবর্তন এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বছর শুরু হতেই বদলে যাচ্ছে পুরনো কিছু নিয়ম। আর ব্যাংকে লেনদেন করেন না এমন মানুষ তো নেই। তাই বছর শুরুর আগেই জেনে নিন কি কি পরিবর্তন এসেছে ব্যাংকিং ক্ষেত্রে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগেই জানিয়েছিল ২০২৩ সালের ১ লা জানুয়ারি থেকে ব্যাংকের লকার নিয়ে সমস্ত নিয়ম পালন করতে হবে গ্রাহকদের। নতুন চুক্তি করতে হবে।

সে নিয়ম অনুযায়ী ২০২২ সাল থেকে যাদের লকার রয়েছে তারা লকার পুনর্নবীকরণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা মান দিয়ে প্রমাণপত্র দাখিল করবেন। সই করতে হবে ব্যাংকের নতুন চুক্তিতে। সেফ লকার ডিপোজিটের সমস্ত গ্রাহককে এই নিয়ম মানতেই হবে।। নতুন বছরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে সেফ ডিপোজিট এরিয়াকে সম্পূর্ণ সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে।

কমপক্ষে ছয় মাসের জন্য সেই সিসিটিভি ফুটেজ রেখে দিতে হবে নিজেদের হেফাজতে যাতে প্রয়োজনের সময় ব্যবহার করা যেতে পারে। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম বলবত হয়েছে। ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামে কিছু পরিবর্তন আনা হয়েছে। ৩১ শে ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে সেই ভ্যালিডিটি।

আরো খবর: ঠান্ডা কি বাংলা থেকে উ’ধা’ও? ফে’র ক’বে থেকে জাঁ’কি’য়ে পরবে শীত?

আবার নতুন বছর থেকে শুরু হবে ক্রেডিট কার্ডের নতুন নিয়ম। জিএসটি ই ইন ভয়েস এবং ইলেকট্রিক বিল প্রদানের ক্ষেত্রেও নতুন পরিবর্তন আনা হয়েছে।

কেন্দ্র সরকার জানিয়েছে জিএসটি ইনভয়েসের সর্বোচ্চ সীমা বছরে কুড়ি কোটি টাকা থেকে কমিয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। যেসব ব্যবসায়ীদের বার্ষিক টার্ন ওভারের পরিমাণ ছিল পাঁচ কোটি বা তার বেশি এবার তাদের জিএসটি ইনভয়েস বিল দিতে হবে।