সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্বরের সঙ্গে কাশি? অ্যাডিনো ভাই’রাসে আ’ক্রা’ন্ত হলে কোন লক্ষণে বুঝবেন?

জ্বর সর্দি কাশি,সাথে শ্বাসকষ্ট এই ধরনের রোগের লক্ষণ আমাদের খুব চেনা , তাহলে কি আবার করোনা ফিরে আসল? না কারণ একই লক্ষণ নিয়ে নতুন একটি ভাইরাস হানা দিয়েছে, অ্যাডিনো ভাইরাস। শহর থেকে গ্রামে সবাই এই ভাইরাসে কুপোকাত, কোনোভাবেই মানুষ এর থেকে রক্ষা পাচ্ছে না। মানুষ যেন আবার সেই পুরোনো দিনগুলো দেখতে পাচ্ছে চোখের সামনে।

তাই এবার চিকিৎসকদের পরামর্শ নিতে বলা হচ্ছে সকলকে। বিশেষ করে এই ভাইরাস ক্ষতি করছে শিশুদের ও বয়স্কদের। তাই এবার সতর্ক হতেই হবে, বড়দের থেকে ছোটদের মধ্যে ছড়াচ্ছে এই ভাইরাস। তাই জ্বর হলে আপনার অ্যাডিনোভাইরাসের লক্ষণ রয়েছে কিনা সেটা এবার জেনে নিন।

অ্যাডিনোভাইরাসের পরীক্ষা করার লক্ষণ কি? একজন চিকিৎসক জানিয়েছেন, তেমনভাবে এই ভাইরাসের পরীক্ষা বেশী সংখ্যায় শুরু হয়নি।কিন্তু এই ভাইরাসের পরীক্ষা করার পদ্ধতি ঠিক করোনা পরীক্ষার মতোই। এখানেও লালারস নাক কিংবা গলা থেকে নিয়েই পরীক্ষা করা হয়ে থাকে।

আরো খবর: আমাদের নাম CBI-ED কে কেন বলেছো? জেলেই কুন্তলকে শা’সা’নি পার্থ-মানিকের

বিশেষ করে লালারসের নমুনার পলিমারেজ় চেন রিঅ্যাকশন পদ্ধতিতে ভাইরাসের উপস্থিতি যাচাই করা হয়। এনআইসিইডি ও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে অ্যাডিনোডিনোভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে, তাছাড়া নমুনা পাঠানো হচ্ছে হাসপাতালে এই সম্পর্কে জানার জন্য।

এদিকে বছরের শুরুতেই এই ভাইরাসের প্রকোপ দেখা যাচ্ছে, যা নিয়ে দারুণ ভাবেই চিন্তায় রয়েছে চিকিৎসকেরাও। চিকিৎসক দের মতে এই ভাইরাসের দাপট কমানোর জন্য উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কিন্তু অনেক সময় সেটাও কাজ করছে না। এর কারণ মিউটেশন, একটা সময় জ্বর, পেটখারাপ পর্যন্ত ঠিক থাকত কিন্তু এখন ভেন্টিলেশন পর্যন্ত গড়াচ্ছে বিষয়।

এখন এমন জায়গায় চলে গেছে যেখানে সাপোর্টিভ ছাড়া কোনোকিছুই সম্ভব নয়। এই অ্যাডিনোভাইরাস বায়ুবাহিত একটি রোগ যেটা কিনা সাধারণত চোখ, অন্ত্র, মূত্রনালি ও স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। তাই রোগের উপস্হিতি শরীরে বুঝতে পেলে একটুও সময় নষ্ট না করে ডাক্তারের পরামর্শ নিন।