সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঘন কুয়াশার চা’দ’রে উত্তরবঙ্গ, বৃষ্টি কমতেই শীতের অনুভূতি

বর্ষা বিদায় নিতে না নিতেই উত্তরবঙ্গ জুড়ে শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে বেশ ভালই। বৃষ্টি থামতেই ডুয়ার্সজুড়ে কুয়াশার দাপট টের পেলেন উত্তরবঙ্গের মানুষেরা। এদিন ভোরবেলা থেকেই ধুপগুড়ি শহরসহ জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল। সঙ্গে হালকা ঠান্ডাও অনুভূত হয়েছে।

এদিন সকাল থেকেই উত্তরবঙ্গে হালকা ঠান্ডা বাতাস বইছিল। শীতের আমেজ উপভোগ করে বেশ খুশি সাধারন মানুষ। এলাকার বাসিন্দারা মনে করছেন আরো আগে এই শীতের অনুভূতি অনুভব করা উচিত ছিল। তবে দেরি করে হলেও শীতের আমেজ টের পাওয়াতে বেজায় খুশি উত্তরবঙ্গের মানুষেরা।

প্রধানত এবার আবহাওয়ার খামখেয়ালীপনার জন্যই শীত আসতে এত দেরি হয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা। তবে সাধারণ মানুষ খুশি এই ভেবে যে এবার শীতবস্ত্র এবং ভারী বস্ত্র নামানোর সময় এসে গিয়েছে। সকালে কুয়াশার ঘনত্ব এদিন এতটাই বেশি ছিলো যে সামান্য দূরের বস্তুও ভালোভাবে দেখা যাচ্ছিল না।

স্থানীয়রা জানাচ্ছেন সকাল হতে না হতেই চারিদিক কুয়াশাতে ঢেকে যায়। কুয়াশাতে পথ চলা অসম্ভব হয়ে পড়ে। সামান্য দূরের বস্তু দেখার জন্য লাইটের প্রয়োজন পড়ছিল। সকালবেলাতেও লাইট জ্বালিয়ে উত্তরবঙ্গের রাস্তায় পথ চলছিল গাড়ি গুলি।