সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আপনি কি নিঃসন্তান? জীবনে উ’ন্ন’তি চান? ঘ’রে হাতির মূ’র্তি কতটা শু’ভ?

চিনাদের বিশ্বাস অনুযায়ী ঘরে যদি ফেংশুই রাখা হয় তাহলে অর্থ, সমৃদ্ধির ব্যাপক বৃদ্ধি ঘটে। ফেংশুই কি তা জানেন! এই বিশেষ বস্তুটি প্রায় তিন হাজার বছরের পুরনো এবং এটি চিনাদের ঐতিহ্য বহন করে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বস্তুর উপকারিতা শুনলে আপনি চমকে যাবেন।

সুস্থ জীবন, শান্তিপূর্ণ সংসার এমনকি প্রেমজীবনে সুস্থতা বজায় রাখতে পজিটিভ এনার্জি বহন করে থাকে ফেংশুই। তাই নিজের পরিবারের উপরও ইতিবাচক প্রভাব ধরে রাখতে ঘরে ফেংশুইয়ের নানা বস্তু রাখতে পারেন।মূলত অনেক প্রকারের ফেংশুইয়ে বস্তুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল হাতি।

শাস্ত্রেও শুঁড়-সহ হাতির কথা উল্লেখ রয়েছে। তাই এই বস্তু ঘরে রাখলে জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হয়। তাই চলুন দেখে নেওয়া যাক ঘরে হাতির মূর্তি রাখলে ঠিক কী কী ভাবে আপনি উপকৃত হতে পারেন।

ফেংশুই হাতির মূর্তির উপকারিতা :

হাতি যেহেতু গণপতির রূপ তাই প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে বাড়িতে হাতির মূর্তি রাখা হয় সেই বাড়ির সদস্যদের উপর ভগবান গণেশের আশীর্বাদ থাকে। ফেং শুই অনুসারে, ঘরের পাশাপাশি বাড়ির মূল দরজার সামনে হাতির মূর্তি রাখলে সেক্ষেত্রেও উপকার পাওয়া যায় এবং বাড়িঘরও সুরক্ষিত থাকে। নিঃসন্তান দম্পতিরা নিজেদের বেডরুমে ২টি হাতির মূর্তি রাখলে হাতে-নাতে উপকার পেতে বাধ্য।

আরো খবর: নতুন ক’রে হো’ক বিশ্বকাপ ফাইনাল! লক্ষ লক্ষ সমর্থকদের সই নিয়ে ফ্রান্সে উ’ত্তে’জ’না তু’ঙ্গে

এছাড়া শোনা যায়, শোওয়ার ঘরে হাতির মূর্তি রাখলে দম্পতিরা খুব তাড়াতাড়ি সন্তান সুখ লাভ করেন। এছা়ড়া ঘরে হাতির মূর্তি অর্থনৈতিক দিক থেকেও সংসারকে সমৃদ্ধ রাখে। তাই নতুন বছরের শুরুতে জীবনে সুখ, সম্মান এবং সাফল্য থেকে নিজেকে বঞ্চিত না করতে চাইলে বছরের প্রথম দিনেই একটি হাতির শুঁড়-সহ মূর্তি বাড়িতে এনে রাখুন।

তবে এই ফেং শুই হাতি কেনা এবং রাখার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পালন করতে হয়। তবেই আপনি উপকার পাবেন। হাতি সবসময় বাড়ির উত্তর দিকে রাখবেন। আর ঘরে এক জোড়া ফেং শুই হাতি রাখলে দুই হাতির মুখ যেন একে অপরের দিকে থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। কারণ হাতি পেছনের দিকে রাখলে নেতিবাচক প্রভাব পড়ে।

আর একটা কথা মনে রাখা বিশেষ জরুরি। কালো রঙের ফেংশুই হাতি কখনোই কেনা উচিত নয়, কারণ এই রঙের হাতি শুভ ফল প্রদান করে না। কালোর পরিবর্তে বাড়িতে যদি সাদা রঙের হাতি রাখেন তাহলেই ঘরের পরিবেশ সুস্থ এবং সুন্দর থাকে।